Kothoker 'Chetonay Rabindranath'

Kothoker 'Chetonay Rabindranath'

রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে কথক:‘চল তোরে দিয়া আসি সাগরের জলে’

দিলরুবা শাহানা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম বা সার্ধশততম জন্মদিন উদযাপন নিয়ে নানা উৎসব আয়োজন চলেছে। ঐ উদ্যোগ আয়োজনের খবরাখবর লিখতে গেলেও অনেক কাগজ ও কালি লাগবে। মেলবোর্নও গতবছর থেকেই বিশ¡কবির ১৫০তম জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করেছে, আগামীতে আরও কিছু আয়োজনের কথাও শুনা যাচ্ছে। গত বছর নভেম্বরে মেলবোর্নের কবিতা চর্চায় নিবেদিত সংগঠন ‘কথক’এর আয়োজন ‘চেতনায় রবীন্দ্রনাথ’ নামের অনুষ্ঠানটি এক কথায় ছিল নিটোল, যাকে সহজেই রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভাকে উপস্থাপনের ঐকান্তিক প্রয়াস বলে প্রত্যয় হয়। এরই মাঝে মেলবোর্নের বাংলা মিডিয়া গ্রুপএর পত্রিকা ‘অন্যদেশ’এ সাংবাদিক ও কলাম লেখক আবিদ রহমান ঐ অনুষ্ঠান বিষয়ে লিখেছেন। ভাল লিখেছেন, আসলেই ভাল লাগার মতো অনুষ্ঠান হয়েছে।

আবৃত্তি, নৃত্যগীত, শ্রুতিনাটক ‘ডাকঘর’, ‘বিদায় অভিশাপ’কাব্যকাহিনীর নৃত্যরূপ সবই ছিল। তারমাঝে রবীঠাকুরের ‘দেবতার গ্রাস’ কবিতার আবৃত্তির সাথে সাথে এরই আলোকে কবিকে বিশ্লেষনের সচেতন ও বুদ্ধিদীপ্ত সযতè চেষ্টা প্রশংসার দাবী রাখে। এখানে ‘দেবতার গ্রাস’ আবৃত্তি ও অল্প কথায় এর যে চমৎকার বিশ্লেষন ‘কথক’ করেছে তাই আলোচিত হবে।

বিস্তারিত নিচের পি ডি এফ ফাইলে পড়ুন।

Kothoker__Chetonay_Rabindranath__18.01_494257412.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment