Barrister Moudud Ahmed's Political Prescription

Barrister Moudud Ahmed's Political Prescription

ব্যরিষ্টার মওদুদের দাবি সংবিধান লংঘন করে!

২৫শে মার্চ রাত ০০.০০ সময়ে পাকিস্তানী বাহিনী “ অপারেশন সার্চলাইট ৭১ ” নামে ঘুমন্ত বাঙ্গালী জাতির উপর আত্রুমন শুরু করলে ২৬শে মার্চের প্রত্যুষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পুর্বে স¦াধীনতা ঘোষনা করেন তা এখানে হুবোহু তুলে ধরা হল ।“ এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন ।বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন , আপনাদের যা কিছু আছে তা দিয়ে সেনাবাহিনীর দখলদারীর মোকাবেলা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি । পাকিস্তানী দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা এবং চুড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে ।”সুত্রঃ বাংলাদেশ সরকারের প্রকাশনা ১৯৭২ ।

বিডি আর এর ওর্য়াল্যাশে এই স্বাধীনতা ঘোনার প্রমান মিলে তৎকালীন জেঃ নিয়াজির (পি আর ও )বিগ্রেডিয়ার সালিক সিদ্দিকীর লেখা “witness to surrounded”বইতে । ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত গন-প্রজাতন্ত্রী বাংলাশে এর অস্থায়ী সরকার ১৭ই এপ্রিল সপথ গ্রহন কালে স্বাধীনতার ঘোষনা তথা Proclamation of Independence অনুমোদিত হয় তৎকালীন রাজধানী মুবি নগর সরকার দ্বারা । সেই ঘোষনা পত্র ১৯৭২-৭৩ সালে অস্থায়ী ও বর্তমান সংবিধানের ধারাবাহিকতায় চলমান ।

এমতাবস্থায় অন্য যে ব্যক্তি বিশেষের ঘোষনা পাঠ সংবিধান পরিপন্থী । এসব আইনের বিষয়বস্তু ব্যরিষ্টার মওদুদ সাহেব অবশ্যই জানেন । বাংলাদেশে একশ্রেনীর রাজনীতিবিদ আছেন অপরাধ মুলক বিষয়কে রাজনৈতিক মোড়ক লাগিয়ে আইন , সরকার , ও সাধারন মানুষকে বোকা বানাতে চায় । যুক্তিতে আসা যাক ।বঙ্গালীজাতির মুক্তির জন্য ধাপে ধাপে জাতিকে উৎজ্জীবিত করার সংগ্রামে সাড়ে তের বছরের কারাবন্দি জীবন, আর ২৩বছরের সংগ্রামের পর পাকিস্তানী বাহিনী র বিরুদ্ধে গড়েতোলা ফসল , ৩০সেকেন্ডের ভাষনে ইতিহাস ছিনিয়ে নেওয়া যায়না ।

জিয়াউর রহমানকে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সরকার কর্ত্তৃক বীর উত্তম উপাধীতে ভুষিত করেছিলেন । জিয়ার অনুসারিরা কখনো বিষয়টি নিয়ে কথা বলেনা । অনুসারিরা জিয়াকে পুঁজি করে আদর্শের লড়াই য়ের নামে জাতিয় ঐকক্যের বিভক্তি তৈরী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট “ দেশপিতা ” কে হত্যাকরে মোস্তাককে ক্ষমতায় বসিয়ে ২০শে আগষ্ট জিয়া সেই অবৈধ শাসকের নিয়োগে অবৈধ সেনাপতি হয়েছিলেন । জিয়ার শীর্ষ ক্ষমতা দখলের মিশনটা সেখান থেকেই শুরু । এখন আবার জিয়ার সেই আদর্শকে তার অনুসারিরা সেভাবেই স্বাধীনতার ঘোষনা পাঠের ঘটনাকে অপশক্তি দ্বারা ইতিহাস দখলের নামে বক্তব্য ঝাড়ছেন । ১৯৭১ সালের ২৭শে মার্চ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালিন অধিবেশনে জিয়া যা পাঠ করেছিলেন তা সংগ্রহীত ক্যাসেটের থেকে তুলে ধরলাম।

বিস্তারিত নিচের পিডিএফ ফাইলে পড়ুন।

2011/pdf/porclamation_208058950.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment