প্যারিসে পালিত হলো বাংলা বর্ষবরন অনুষ্ঠান

প্যারিসে পালিত হলো বাংলা বর্ষবরন অনুষ্ঠান

গত রোববার প্যারিসে বাংলা নতুন বর্ষ ১ লা বৈশাখ ১৯১৭ পালিত হয়। আইফেল টাওয়ার চত্বরে অনুষ্ঠিত এই বর্ষবরন অনুষ্ঠানে সারা দিনব্যাপী কর্মসুচি গ্রহন করা হয়। বর্ষবরন উৎসবটির আয়োজন করেন ফ্রান্সের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ । দিবসের প্রথম প্রহরে এক বর্নধ্য রেলীর মাধ্যমে অনুষ্ঠানটির সুচনা হয়। ঐতিহ্যবাহী লাল পাড়ের হলুদ / সাদা শাড়ী পরিহিত মহিলারা, নববর্ষের বিশেষ পাঞ্জাবি পরিহিত পুরুষ ও শিশু কিশোররা, রংবেরংয়ের প্লাকার্ড, ব্যানার, কুলা, ছাতা ইত্যাদি নিয়ে আইফেল টাওয়ার চত্বর প্রদক্ষিন করেন।

আয়োজক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ আগত অতিথিদের পান্তা ইলিশে আপ্যায়ন করেন। পাশাপাশি অন্যান্য দেশীয় অন্যান্য খাবারো পরিবেশন করা হয়।

মধ্যান্ন ভোজনের পর আয়োজন করা হয় শিশু কিশোরদের খেলাধুলা। বড়দের জন্য ছিল ছেলেদের সাথে মেয়েদের রশি টানা টানি খেলা। এছাড়াও চারিদিকে খন্ড খন্ড আড্ডা ও চায়ের আপ্যায়ন। বিকেলে রেফেল ড্র ও প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যেয় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা একে একে সংগীত পরিবেশন করেন।

এবারের বর্ষবরন অনুষ্ঠানটি ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি ব্রিটেন থেকেও বেশ কয়েকটি পরিবার অংশগ্রহন করেন। রবিবারের এই উইকেন্ডে বিপুল সংখ্যক ফরাসি অনুষ্ঠানটি পর্যবেক্ষন করেন। বেশ আনন্দ ফূর্তি করেই সবাই কাটিয়ে দিলেন একটি দিন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন ফ্রান্স প্রবাসী জনপ্রিয় জনাব জাদুকর জাহাঙ্গীর আলম।

কিছু খন্ড চিত্র :


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment