প্যারিসে মহান একুশ উপলক্ষ্যে প্রভাত ফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ওয়াসিম খান পলাশ
শহীদ দিবস,মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্যারিসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক শিল্পীবৃন্দ অমর একুশের উপর অনুষ্ঠান মালার আয়োজন করেছে। আয়োজনে থাকছে সকালে প্রভাত ফেরী ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, প্রভাত ফেরীটি প্যারিসের আইফেল টাওয়ার থেকে শুরু হবে শনিবার সকাল এগারোটায়। এ উপলক্ষ্যে আইফেল টাওয়ার চত্বরে প্লাস দো লা টোকাডোরে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হবে। প্রবাসী সংগঠন ও ব্যাক্তিরর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করতে পারবেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি থাকবে একুশের উপর অলোচনা।
সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ,তে আয়োজনে থাকছেন,
জ়নাব শহিদুল ইসলাম মানিক ( বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক )
বাংলা টিভি, সোনার বাংলা, বাংলাদেশ ভিউ, উদীচি, সারগাম, একটি বাংলাদেশ, কথা সহিত্য চর্চ্চা কেন্দ্র ও আরো অনেক ব্যাক্তি ও সংগঠন।
অনুষ্ঠানটি প্রচারের সার্বিক দায়িত্বে আছেন বাংলা টিভি ও জনপ্রিয় ওয়েব ম্যাগাজিন একটি বাংলাদেশ ও জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত ক্যামেরা ম্যান আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মাননীয় রাষ্ট্রদূত জনাব হুমায়ন কবীর ও ইউনেস্কোর কর্মকর্তাদের। এছাড়াও উপস্থিত থাকবেন প্যারিস নগরীর মেয়র।
অনুষ্ঠান মালা :
( Métro : Trocadéro )
place de la Trocadéro
সকাল ১০ টায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা অনুষ্ঠান।
সকাল ১১টায় প্রভাত ফেরী।
বিকেল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান :
Espace Hoche ;
20 Rue du Saint Gervais
9500 Pantin
Metro :Hoche
Ligne : 5