ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর ২০০৯ , মহান বিজয় দিবস

ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর ২০০৯ , মহান বিজয় দিবস

ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর ২০০৯ , মহান বিজয় দিবস । বাংলাদেশ নামক রাষ্ট্রটির অর্ভ্যূদয় । ১৯৭১ সালের এই দিনে জাতি লাভ করে তার হাজার বৎসরের আরাধ্য মহান স্বাধীনতা , শুরু হয় বাংগালী জাতির নতুন দিন বোনার পালা । আমার পূর্ব পুরুষেরা ফেলে দেয় – তাদের শত শত বৎসরের দাসত্বের শৃঙ্খল ,নতুন প্রজন্ম ফিরে পায় স্বাধীন , মুক্ত আঙ্গিনায় বেড়ে ওঠার শক্তি , অধিকার । স্বাধীনতা কি জিনিস তা প্রবাসে যারা থাকেন তারা মর্মে মর্মে উপলব্দি করতে পারেন । আমার পূর্ব পুরুষেরা আমাদের দিয়ে গিয়েছেন একটি স্বাধীন আবাস ভূমি , একটি পরিচয় , বেঁচে থাকবার প্রেরণা । আমরা এইদিনে প্রবাসে বসে কৃতজ্ঞ চিত্তে সমরণ করছি ঐ সকল বীর শহীদদের যাদের তাজা খুনে আমরা পেয়েছি , এই বাংলাকে । আমরা কৃতজ্ঞ চিত্তে সমরণ করছি , ঐ সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের অসম সাহসিকতায় আমরা পেয়েছি এই বাংলাকে , আমরা কৃতজ্ঞ চিত্তে সমরণ করছি ঐ সকল বাংগালী ভাই – বোনদের যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমরা পেয়েছি এই বাংলাকে , আমরা কৃতজ্ঞ চিত্তে সমরণ করছি , ঐ সকল (আমাদের ভূখন্ডের বাইরের )বাংগালী ভাই- বোনদের যাদের প্রেরণা ও প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমরা পেয়েছি এই বাংলাকে , তাদের । আমরা কৃতজ্ঞ চিত্তে সমরণ করছি – এই বিশ্বালয়ের বিভিন্ন জাতিগোষ্টি ও ব্যক্তি বিশেষের সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা যার বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাকে । আমরা কৃতজ্ঞ চিত্তে সমরণ করছি ঐ সকল রাজনীতিবিদদের যাদের নের্তৃত্বে আমরা করেছি মুক্তি²যুদ্ধ ও অধিকার প্রতিষ্টার লড়াই।

সর্বশেষে গভীর শ্রদ্ধাভরে সমরণ করছি দুই মহান বিশ্বনেতার যাদের কল্যানে , দূরদর্শি নের্তৃত্বে আমি ও আমরা আজ স্বাধীন । বাংগালী জাতির হাজার বৎসরের আরাধ্য পুরুষ মহান নেতা , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পন্ডিত জহুরলাল নেহেরুর সুযোগ্যা কন্যা ভারতের আরো এক মহীয়সী নেতৃত্ব শ্রীমতি ইন্দ্রাগান্ধীকে।

আরশাদ হোসেন ভূঁইয়া । এডেলেইড , অষ্ট্রেলিয়া ১৫ই ডিসেম্বর ২০০৯


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment