আমি আলাদা নই – হতে চাই না – আমি জানি না!

আমি আলাদা নই – হতে চাই না – আমি জানি না!

হাইস্কুলে যখন নবম বা দশম শ্রেনীর ছাত্র, প্রায়ই জুনিয়রদের কাছ থেকে একটা প্রশ্ন শুনতাম, ভাইয়া ‘I don’t know’ শব্দগুলোর মানে কি? অনেকটা নিষ্পাপ গলায়। মনে হবে সত্যি সত্যিই সে উত্তরটা জানে না। অর্থটা জানালে চির সুখী হয়, ভাব সাব এমনই! এখন তিন চার দশক পর – সেই আমিই একই প্রশ্ন করছি সবাইকে – আমার আস পাশের সবাইকে – ‘I don’t know’ শব্দগুলোর মানে কি? আসলেই মানেটা কি?

কেন এমন হলো – কেন শতাধিক বিডিআর (সেনা) কর্মকর্তাকে বিদায় নিতে হলো – এক মুহুর্তে!? হত্যা করা হলো সামান্য কিছু দাবি দাওয়ার ধুয়া তুলে। বাংলাদেশে এমন কোন বাহিনী বা বিভাগ নেই – যে খানে অনিয়ম নেই। অভাব নেই। নেই কর্মকর্তাদের অত্যাচার – সাধারণদের উপর। পুলিস বিভাগের কথাই ধরা যাক। সিপাহীদের সঠিক খাবারের, ঘুমানোর, টয়লেটের পর্যন্ত ঠিক মতো ব্যবস্থা নেই। বিডিআর এর তুলনায় পুলিশের অবস্হা তুলনা দেবার মতোও নয়। তা হলে কেন এমন হলো বিডিআর এ? কারা আয়োজন করল? মাস্টার মাইন্ড কারা? কারা লাভবান্‌ হতো? কাদের এমন সময়ের বেশি প্রয়োজন?

বিজয়ীরা যে কোন বড় জয়ও ভুলে যায় সহজে, কিন্তু পরাজিতরা? ভুলেনা কখনো। সারা জীবন পরাজয়ের ক্ষত বয়ে বেড়ায়, বেচে থাকার মতো। সুপ্ত প্রতিশোধের আগুন ধীকি ধীকি জ্বলে – অন্যকেও পোড়াতে যায়, যখন তখন। সুযোগ পেলে হাত ছাড়া করেনা তারা। কেন করবে?

মুক্তিযুদ্ধের স্বাধীন চেতনার ভিতর দিয়েই আমাদের সেনা বাহিনী, আমাদের এই অনন্য বাহিনী গঠিত। সম্ভবত পৃথিবীতে এমন উদহারন আর দ্বিতীয়টি নেই। নিচে কিছু বর্বরতার কথা উল্লেখ করছি। ভাবুন কারা করেছে, কারা মাষ্টার মাইন্ড ছিল? প্রতিটি ঘটনার পর কারা লাভবান হয়েছে?

1. ১৯৭৫ এ শেখ মুজিবকে হত্যা করা হলো – স্ব পরিবারে – কিলাররা ছিল সেনা সদস্য। জনগণ বলিনি – আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

2. সেনা বাহিনী সদস্যরা বার বার এসে গণতান্ত্রিক ক্ষমতা কেড়ে নিয়েছে – তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে। হত্যা করেছে – চার নেতা সহ বহু আম জনতার জনপ্রিয় নেতা। জনগণ বলিনি – আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

3. দেশ প্রেমী জিয়ার মৃত্যুও হয়েছে – সেনা সদস্যদের হাতে। জনগণ বলিনি – আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

4. জিয়া হত্যা বিচারে – কয়েক শত বীর মুক্তিযোদ্ধা অফিসার ফাঁসির দড়িতে উঠ’ল – ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিল – আমাদের সেনা বাহিনীর হাত দিয়েই। জনগণ বলিনি – আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

5. আদিবাসীদের উপরে ৭১ স্টাইলে বছরের পর বছর নির্যাতন – জনগণ বলিনি – আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

6. আনসার বিদ্রোহ দমনের নামে আমাদের সেনা সদস্যরা নির্বিচারে গুলি করে মেরেছিল আনসার সদস্যদের। জনগণ বলিনি – আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

7. বিডিআর বিদ্রোহ (?) হলো – গুটি কতেক বিপথগামী বিডিআর জওয়ান দিয়ে – শতাধিক বিডিআর (সেনা) অফিসার শেষ হয়ে গেল। বিডিআর জওয়ান রা প্রশিক্ষণ পায় আমাদের সেনাদের কাছ থেকেই। হঠাৎ এ বিদ্যা, গুরু মারা বিদ্যা হয়ে উঠ’ল কেন?

র‌্যাব এর বিচার বহির্ভূত হত্যার সংখ্যা বাদই দিলাম, প্রাসঙ্গিক নয় এখানে।

পত্রিকায় পড়লাম, বেরাকের বিডিআরদেরকে রাখা হয়েছে অমানবিক কষ্টে। দিনে একবার খাবার দেয়া হয়। পরিবার বা বাইরের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। জনগণ কি কখনো বলেছে – আমাদের এ রকম বিডিআর আর প্রয়োজন নেই? জানা নেই, তবে আমরা কঠিন শাস্তি চাই সকল অপরাধীদের। নিশ্চিত, এতে কোন সন্দেহ নেই। বিডিআর এর নাম কেন পরিবর্তন করতে হবে?

উপরের উল্লেখিত (প্রচুর ঘটনার কয়েকটি মাত্র) বর্বরতায় কারা লাভবান হয়েছিল? কাদের গাড়িতে উড়েছিল – বাংলার লাল সবুজ পতাকা? কারা এ দেশ কে চায়নি কখনো? যারা, আজ পর্যন্ত স্বাধীন এ দেশটির কথা বিশ্বাসই করেনা। এ দেশের নাম নিতে, অন্য দেশের নাম বলে ফেলে! তারা আসলেই কারা? তারা কেন আজও আমার দেশের প্রতিনিধিত্ব করে?

কেন এমন হয়? সত্যিই আমি জানি না। Really, I don’t know! আপনি কি জানেন এর অর্থটা কি?

সাহাদৎ মানিক


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment