পৃথিবী বাচাও আন্দোলন এবং কঠোর বাস্তবতা – জাফর হোসেন
বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষা বা সেভ দ্যা প্লানেট – একটি বহুল আলোচিত বিষয় । চলমান বিশ্বে আমজনতাকে বাচানোর চেয়ে পৃথিবী বাচানো এখন বেশী জরুরী । অর্থবান মানুষেরা পৃথিবীতে আরো কিছুদিন আরাম আয়েশের সাথে বাচতে চাচ্ছেন । গরীব ভুখা মানুশরা বাচলো কি মরলো- সেটা তাদের বিষয় নয় । পৃথিবীর পরিবেশ পরিশকার হতে হবে , তার জন্য কলকারখানা কমাতে হবে , কমাতে হবে কার্বন এমিশন ।
উন্নত বিশ্ব আতঙ্কিত কারন পৃথিবী ধ্বংস হলে তারা বঞ্চিত হবে তাদের আয়েশী জীবনের । উন্নত বিশ্বের মানুষ কলকারখানা সহ নানান প্রযুক্তির উদ্ভাবন করে জীবন কে আনন্দময় করেছেন । জ়ীবনকে আরামদায়ক করার জন্য সব ব্যবস্থা নিয়েছেন । পাশাপাশি কার্বন এমিশন ঘটিয়ে দুষিত করেছেন পরিবেশের । এখন তাদের খেসারত দিতে হবে উন্নয়নশীল বিশ্বকে তাদের উন্নয়নের ধারা কে ব্যাহত করে ।
যে মাত্র চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো অসম্ভব উন্নতির দ্বারপ্রান্তে এসে পৌচেছেন , তখনি শুরু হয়েছে উন্নত বিশ্বের পৃথিবী রক্ষার আন্দোলন । এতোদিন সব মজা লুটছেন উন্নত বিশ্ব ।উন্নয়নশীল বিশ্ব যখন ধীরে ধীরে আয়ত্ব করছে প্রযুক্তির , এগিয়ে আসছে দ্রুতগতিতে সামনে , তখন উদ্ভাবিত হয়েছে কার্বন এমিশন এবং সিএফসি ভীতির ।
চীন এবং ভারতের উন্নতি দেখে আতঙ্কিত উন্নত বিশ্ব । তারা এখন ভাবছে প্রচলিত প্রযুক্তি বিদ্যার ধারা বদলে তাদের উদ্ভাবিত পরিবেশভাবাপন্ন প্রযুক্তি চালু করতে যাতে করে তাদের প্রাধান্য অক্ষুন্ন থাকে । এব্যাপারে আমাদের দেশের ভাড়াটে বুদ্ধিজীবিরা ইতিমধ্যে হয়তো শুরু করে দিয়েছেন পরিবেশ বাচানোর আন্দোলন । এসব বুদ্ধিজ়ীবিদের বুঝতে হবে আমাদের আশু প্রয়োজন দারিদ্র বিমোচন এবং মানুশের নুন্যতম চাহিদার যোগান দেয়া । উন্নত বিশ্বের গালভরা গল্পে না ভুলে আমাদের নিজেদের সমস্যার সমাধান আগে করতে হবে । একসময় উন্নত বিশ্ব আমাদের বুঝিয়েছেন যে জনসংখ্যা একটি সমস্যা । পরে আমরা জেনেছি এটা সঠিক নয় । বরং জনসংখ্যার সঠিক ব্যবহার করতে না পারাই বরং সমস্যা । জনসংখ্যার সঠিক ব্যবহার যে কোন জাতির শক্তিশালী অস্ত্রস্বরুপ । এরকমভাবে অতীতে বাইরের বুদ্ধিতে আমাদের রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবিরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং সমস্যার সঠিক সমাধান থেকে অনেক দূরে সরে গেছেন।
আমাদের যে সব বুদ্ধিজীবিরা বিদেশী বিভিন্ন সংস্থার বুদ্ধিতে চলেন তাদের খেয়াল রাখতে হবে যেন পরিবেশের দোহাই দিয়ে যে কোন উন্নয়নের প্রকল্পকে তারা যেন নস্যাত করে না দেন । কোন সিদ্ধান্ত নেবার আগে ভাবতে হবে আমরা যথার্থ ভাবে বাস্তব বিবেচনা করছি কিনা । ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় । চাদের আলো রোমান্টিক কেবল মাত্র তাদের জন্য যাদের পেটে যথেষ্ঠ দানাপানি আছে । নতুবা চাদ হয়ে যায় ঝলসানো রুটি ।