ক্যানবেরার খবরঃ লেঃ জেঃ মাসুদ দায়িত্ব গ্রহন করেছেন
গত ৪ নভেম্বর লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী ক্যানবেরাস্থ বাংলাদেশ মিশনের দায়িত্ব গ্রহন করেছেন । বিগত রাস্ট্রদুত জনাব হুমায়ুন কবিরের বিদায়ের পর ক্যানবেরায় অনেক দিন ধরে রাস্ট্রদুতের পদটি খালি ছিল । মান্যবর রাস্ট্রদুত জনাব মাসুদ চৌধুরীর যোগদানের মাধ্যমে শুন্যতা পুরন হলো ।
গত শুক্রবার এক সৌজন্য সাক্ষাতকালে মান্যবর রাস্ট্রদুত জনাব মাসুদ চৌধুরী জানান একজন সাধারণ মানুষ হিসাবে তিনি দেশের সেবা করেছেন । বিনয়ী ও আন্তরিক ভাবাপন্ন জনাব চৌধুরী বলেন তিনি একই মনভাব নিয়ে রাস্ট্রদুতের দায়িত্ব পালন করবেন ।
জনাব মাসুদ চৌধুরী অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসীদের সম্পর্কে উচ্চ ধারণা পোষন করেন এবং অস্টোলিয়াস্থ সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন । তাছাড়া তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাসও প্রদান করেন । তিনি জানান ক্যানবেরাস্থ বাংলাদেশ মিশন প্রবাসীদের জন্য উম্মুক্ত ।
আলোচনা কালে তিনি জানান, এ পর্যন্ত তার উপর অর্পিত সরকারী দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করার আপ্রাণ চেষ্ঠা করেছেন এবং বাংলাদেশ সরকারের নির্দেশে তিনি ক্যানবেরাস্থ বাংলাদেশ মিশনের দায়িত্ব গ্রহন করেছেন। মান্যবর রাস্ট্রদুত জনাব মাসুদ চৌধুরী আরও বলেন , ’I will try my best to serve the nation as a high commissioner as well’.
অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনাকালে জানা যায় জনাব চৌধুরী তিন সন্তানের জনক এবং এর আগে তিনি কুয়েতে বাংলাদেশ আর্মির দায়িত্ব পালন করেছেন । জনাব চৌধুরী ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন । ২০০৭ সালে তিনি লেঃ জেনারেল পদে উন্নিত হন । আগামি ২৭শে নভেম্বর তিনি অস্টেলিয়ার গভর্নর জেনারেল এর নিকট পরিচয় পত্র পেশ করবেন।
এনামুল ভুইয়া মুকুল