অস্ট্রেলিয়ায় বসবাসরত বৃহ্ত্তর নারায়ণগন্জবাসীদের পূর্নমিলনী ২০১৪
গত রবিবার বিকেলে সিডনির রিমেম্বারেন্স হল লাকেম্বায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- বক্তব্য,জন পারিচিতি, বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা, বিশিষ্ট শিল্পী মিতা ও আতিক হেলাল এর মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, ও নৈশভোজ।
অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল- প্রবাসে বসে নিকটস্থদের নিয়ে খনিকের জন্য স্বদেশে ফিরে যাওয়া। আশা করি প্রবাসে এধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের
নারায়ণগন্জ এর স্মৃতিগুলোকে পুনঃজীবিত করতে পেরেছি। উদ্দ্যোক্তাদের এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অস্ট্রেলিয়া প্রবাসী নারায়নগঞ্জের বাসিন্দাদের
সাথে পরিচয় করিয়ে দেয়াও এই আয়োজনের অন্যতম একটি লক্ষ।
আয়োজকদের মধ্যে ছিলেন মোঃ আবদুল কাইউম, আবুল কালাম আজাদ খোকন, হাজী হারুন, বাদল, দুলাল, হাবিব মোঃ জকি, আজিজজুল হক ভুইয়া, শাহিন নজরুল প্রমুখ।
প্রবাসে নারায়ণগন্জবাসীদের পূর্নমিলনী এর এমন আয়োজন প্রসঙ্গে বক্তারা বলেন, আয়োজন সত্যি আমাদের মুগ্ধ করেছে। বিদেশের মাটিতে প্রথমবারের মতো কোন “নারায়ণগন্জবাসীদের পূর্নমিলনী-২০১৪” অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।