পহেলা বৈশাখ আয়োজন করলো বাংলাদেশ স্টুডেন্ট এসসিয়েসন চার্লস ডারউইন ইউনিভার্সিটি
আনন্দ উতসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করলো বাংলাদেশ স্টুডেন্ট এসসিয়েসন চার্লস ডারউইন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠান শুরু হয় মুমু,আফরিনা,ইফরিনার পরিবেশনায় “এস হে বৈশাখ” এর মাধ্যমে। এরপর কবিতা পরিবেশন করে তাহনান।অতঃপর শাহ আব্দুল করিমের “তোমার ঘরে বসত করে কোনজনা ” গেয়ে শোনান সানবীর এবং পবন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাঝে ছিল মজার সব দর্শক পর্ব , যাতে আয়োজন করা হয় বাংলার ঐতিহ্যবাহী ধাধার আসর, মোরগ লড়াই, বাক্স রহস্য, মধুর হাড়ি এবং গানের কলি খেলা । সবশেষে বাংলাদেশ স্টুডেন্ট এসসিয়েসনআয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামি আযম এবং পি এইচ ডি এর ছাত্র আবু নাসের আবদুল্লাহ। যাতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে “মালক কিং অফ টাইগার্স “, টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রাসেল। টুর্নামেন্টে রানার্স আপ হয় “দুষ্ট ছেলের দল”। সর্বশেষে দেশীয় খাবারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বৈশাখী আয়োজন।