মেলবোর্ন: 'স্পিরিট ৭১' শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস

মেলবোর্ন: 'স্পিরিট ৭১' শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস

প্রিয় সুহৃদ,

শুভেচ্ছা নিন।

মেলবোর্নভিত্তিক নির্দলীয় নাগরিক ফোরাম ‘স্পিরিট ৭১’ আগামী ১৪ই ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন করছে। মুক্তিযুদ্ধের গান ও কবিতা, আলোচনা, মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ এবং মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনা – এই নিয়ে আমাদের এবারের আয়োজন। আপনি সবান্ধবে আমন্ত্রিত।

দীর্ঘ নয়মাসব্যাপী এক যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের আত্নপ্রকাশ, যেখানে তার প্রতিপক্ষ ছিল পাকিস্তানী বাহিনীর নৃশংসতা ও তাদের এ-দেশীয় দোসরদের বিশ্বাসঘাতকতা। তারপরেও বাংলাদেশ হারেনি। বাংলাদেশের জন্ম হয়েছিল মানুষের মুক্তির স্বপ্ন নিয়ে, পাকিস্তানী অপশাসনের বেড়াজাল ডিঙ্গিয়ে মানুষে মানুষে ভেদাভেদহীন এক স্বতন্ত্র আবাসভুমি গড়ার প্রত্যয় নিয়ে। মুলধন ছিল শুধু দেশপ্রেম ও মুক্তির চেতনা, যে চেতনাকে বুকে নিয়ে মা তার ছেলেকে যুদ্ধে পাঠিয়েছিল, যে চেতনায় উদ্বুদ্ধ তরুন/তরুনী দেশ রক্ষার যুদ্ধে নেমেছিল। ব্যক্তিস্বার্থ ভুলে দেশকে গড়তে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের মধ্যে সেই চেতনার বিকাশ ঘটাতে আমাদের তাই আজ প্রয়োজন ইতিহাসমুখী হওয়া, ইতিহাসের সেই চেতনাকে ধারণ করা। একাত্তরের সেই চেতনা বা স্পিরিট সবার রক্তে আবারো প্রবাহিত করার প্রচেষ্টায় ‘স্পিরিট ৭১’ মেলবোর্ন এর বিজয় দিবস ২০১৩ উদযাপনের আয়োজন, ‘প্রাণের স্পন্দনে এসো বিজয়ের উৎসবে’।

আপনার উপস্থিতি আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত ও সার্থক করে তুলবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২০১৩

Millennium Hall

296 Nicholson Street, Seddon, VIC 3011

(Behind Victoria University, Nicholson Street Campus, Footscray)

Melway Ref: 42 C7

14 December 2013, Saturday

5:00 pm – 7:00 pm

বিনীত,

স্পিরিট ৭১ এর পক্ষে

আহমেদ শরীফ শুভ (০৪১৩ ১২৪ ৬২৭), ওয়াজীহ্ রাজীব (০৪৩০ ৩৪১ ২১১), নাজমুল হাসান (০৪৩৩ ১১০ ৮৪৪)


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment