Australia Muslim Welfare organises Qurbani
অষ্ট্রেলিয়ার মুসলিম ওয়েলফেয়ারের উদ্যোগে কুরবানীর ব্যবস্থা
আতিকুর রহমান ॥ বিগত বৎসরের ন্যায় এবারও অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কুরবানীর ব্যবস্থা করেছে। ইসলামী শরীয়াহ্র নীতিমালা অনুযায়ী কুরবানী সহীহভাবে সম্পন্ন করার সুবিধার্থে এ কুরবানীর আয়োজন করে থাকে। কুরবানীর পশুর বয়স গরু কমপক্ষে ২ বৎসর, ছাগল কমপক্ষে ১ বৎসর, ভেড়া ৬ মাস এবং আল্লাহর নামে কুরবানীর পশু জবাই করার সময় কুরবানী প্রদানের নাম উচ্চারণ সহ কুরবানীর শর্তগুলো পূরণের জন্য সংগঠনের প্রতিনিধি ছল্টার হাউজ (Slaughter house) এ উপস্থিত থাকবেন। এ বৎসর কুরবানীর গরু, ছাগল ও ভেড়ার মূল্য ধরা হয়েছে প্রতি শেয়ার ১৪০ ডলার। কুরবানীর ফরম জমা দেয়ার শেষ তারিখ ২০ অক্টোবর ২০১২। কুরবানীর গোশত সংগ্রহের তারিখ ঈদের পরদিন অর্থাৎ ঈদ যদি ২৬ অক্টোবর শুক্রবার হয় গোশ্ত পাওয়া যাবে ২৭ অক্টোবর শনিবার। আর যদি ঈদ ২৭ অক্টোবর শনিবার হয় তবে গোশ্ত পাওয়া যাবে ৩০ অক্টোবর মঙ্গলবার। শনি ও রবিবার ছল্টার হাউস বন্ধ থাকার জন্য মঙ্গলবার গোশ্ত দেয়া হবে। রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত ১৩-১৭ ইঈেলভিউ রোড মিন্টু থেকে গোশত সংগ্রহ করা যাবে। সংগঠনের যে কোন সদস্যের নিকট থেকে কুরবানীর ফরম সংগ্রহ করা যাবে। কুরবানীর সংক্রান্ত বিস্তারিত যোগাযোগ করতে পারেন কো-অর্ডিনেটর Dr Abul Kashem (Minto 98207005 /0401 831 382), Dr Anisul Afsar (Minto) 0402 398 419, Hossain Arju (Macquaire Fields) 0433 213 566, Shah Alam Syed (Ingleburn) 0401448767.
অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে সংগৃহীত জাকাত ও ফিতরার অর্থ মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সহায়তায় প্রদান
আতিকুর রহমানঃ প্রতিবারের মত এবারও অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার জাকাত ও ফিতরার অর্থ সংগৃহীত করে। সংগঠনের কার্যকরী কমিটি মিয়ানমার সরকার কৃর্তক নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক মিয়ানমারে সহায়তা প্রদানকারী সিডনীস্থ স্বেচ্ছাসেবী মুসলিম সংগঠন “মুসলিম এইড” এর মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে মুসলিম এইডের কেন্দ্রীয় কার্যালয়ে। গত ৬ সেপ্টেম্বর অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি জনাব মোফাজ্জল ভূইয়া সংগৃহীত চার হাজার ডলারের একটি চেক মুসলিম এইডের চেয়ারম্যান ঐধংংধহ অযসবফ ঊষংবঃড়যু নিকট হস্তান্তর করেন। এ চেক হস্তান্তর অনুষ্ঠানে মুসলিম এইডের কর্মকর্তাসহ সংগঠনের প্রচার সম্পাদক আতিকুর রহমান উপস্থিত ছিলেন। বিগত বৎসরগুলিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইতিপূর্বে জাকাত ও ফিতরা অর্থ বাংলাদেশের আনজুমানে মফিদূল ইসলাম ও সলিমুল্লিাহ এতিমখানায় প্রেরণ করেছে।