Shekal, a'kal, Hey Janoni

Shekal, a'kal, Hey Janoni

সেকাল, একাল, হে জননী
আবেদ চৌধুরী

ধানের কালে জন্ম আমার তোমার কোলে সুপারির বনে;
হরিত বিকেলে তখনো নদীতে মাছেদের খেলা হত ।
উজান ভাটিতে পালের নৌকা ছিল, আহা কি সময় ছিল
হরিন শাবক ব্যাঘ্রের সাথে এক ঘাটে জল খেত;
ফশল বিলাসী হাওয়ার সঙ্গে চান্দ তারা মাখা রাত
তোমার হৃদয়ে আমার স্বপ্ন চাঁদ ও তারায় ছিল ।

ও মা তোমার কোলে জন্ম আমার সেই জ্যোৎস্নার ভোরে
পাখির সকাল তখন হয়নি শুরু,
গুরু গুরু মেঘ আসেনি শ্রাবণ প্রাতে;
বর্ষণ শেষে গুবাক সবুজ চারা
কচি কলাপাতা নীলচে টিয়ার হাসি
জন্মের সেই সময় তখন প্রভাত চৈতী তারা
মাটির গন্ধ মেশা, আজও তাই ভালোবাসি ।

নির্ধন এই নিদানের কালে এখন সময় কাটে মা,
ধান হেন ধন নাই বলে কে সম্ভাষে এখনো
আমাকে, পালহীন মাঝি খেয়া নৌকার মাঝি…
একদিন তারা স্রোত বিপরীতে জীবন করত বাজি;
উদয় এবং অস্তের কাছে আজ তারা পরাজিত ।

অথচ এইত সেদিন তারা, কানের স্বর্ণ নিয়ে
এপার অপার কিশোরী হৃদয় সহজেই পার দিত ।

আজ এই কোন দিন ? তক্কক বনে রাজা ;
অশ্বেরা আজ তমশায় অস্থির, এবং বল্গাহীন
আঁতুড় ঘরে শিশুরা কাঁদছে জননীও শঙ্কিত;
মসনদ জুড়ে বাচাল চাঁড়াল সৎ মানুষেরা ভীত;
আকাশে উড়ছে অপার শকুনি কপোত কপোতী মৃত ।

2012/pdf/shekal_aakal_hey_janoni_710396810.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment