2 Poems by Anjon Acharya
শূন্যপূর্ণপুরাণ
শীতের কাঁটাতারে বিদ্ধ হচ্ছে ক্রমশ মানসিক মন
মদ খেয়ে মাতাল কবিতা লেখে ঘরের ফুটপাথে,
মাতাল হয়ে লেখে না কেউ মদের কবিতা খাতায়।
তাই ‘তুমি’ আর ‘আমি’ নিয়ে অযথা কথার উচ্ছিষ্ট
অনেক হয়েছে জমা কবিতা-ভাগাড়ে, শেয়াল আর শকুনের কাছে।
আর একদল শূন্য-বিশ্বাসী মানুষ, শূন্যকে ভরে রাখে জোঁনাকির পাখায়
স্মৃতি-স্বপ্নভুক পৃথিবীর দেয়ালে কালো রঙে সাজায় সফেদ দুনিয়া;
জন্মের দাগ ফেলে হাঁটে লাঙলফলক চেতনায়।
কাস্তে-কোদাল হাতে উদ্ধত মৃত্যুহীন যুবক ছুটে চলে
পুঁজিবাদীর শূন্যগর্ভ আলোকপ্রাসাদ ভাঙতে।
সাদা অন্ধকার চোখ
আঙুলের গলুই বেয়ে কবে জল গলে গেছে
রেখে গেছে ভেজা খড়কুটো-কাদামাটি।
কচুরিপানার ঘ্রাণে ঘুম ভেঙে দেখে সামনে সাজানো আছে
নাদুসনুদুস বর্গার, কাটলেট, ফ্রেন্সফ্রাই, কোলার বলিহারি বিজ্ঞাপন।
যে মানুষ একদিন লোহিত স্বপ্ন দেখে চেয়েছিল আমূলপালট
রাতঘুমে তার চোখের কোটরে কৃষ্ণগহ্বর। অভুক্ত জিহ্বায় চেটে খায়
ঠোঁটের চারপাশ। আর বিশ্ব দারিদ্র্যবিমোচন দিবসে পত্রিকার পাতায়
কুকুরের সাথে ডাস্টবিনে রুটি কাড়াকাড়ির দৃশ্য দেখে অন্ধচোখ মেলে।
অঞ্জন আচায
Anjon Acharya
কবি, গবেষক
বাংলা একাডেমী, ঢাকা
বাংলাদেশ।
০০৮৮০ ০১৯১৯৪৭৪৫৪৪