Opekkha
অপেক্ষা…..
দিন কেটে যায় কেমন করে
মাসের পরে বছর
ভেবে ভেবে পাইনা আমি
কি হোল আজ তোর…
চোখের আড়াল হলেই পরে
পাগল হোত যে “তুই”
সেই তোকে আজ দূরে রেখে
কিভাবে যে রই…
চুম্বকেরও সাধ্যি নেই
টানতে এত কাছে
সেই ক্ষমতা জানি আমি
শুধু একজনেরই আছে…
চিঠি দিস প্রতিদিন
একটু সময় করে
তোর লেখা পেলে জানিস
মনটা যে যায় ভরে…..
তুইতো জানিস তোকে ছাড়া
থাকতে পারিনা
কেন যে এত ভালবাসি
নিজেই বুঝিনা….
ছয়টা মাস সময় দে প্লিজ
সব গুছিয়ে নেই
কথা দিলাম, বিশ্বাস কর
থাকব মোরা সাথেই….
এই কথাতে আশা দিয়ে
সেই যে গেলি চলে
ভিজিয়ে গেলি এই আমাকে
চোখের পানি ফেলে…
সেই আশাতে বসে বসে
কেটে গেল বছর
রাতের পর রাত কেটে যায়
ভোরের পর ভোর…
ভালবাসার স্পর্শগুলি
রইল আশা হয়ে
অবুঝ মনকে বাঁচিয়ে রেখেছি
নানান বুঝ দিয়ে…
চোখের পানি শুকিয়ে গেছে
পারিনাতো আর
গোছানোকি কোনদিনও
শেষ হবেনা তোর?
ভেবে ভেবে পাইনা আমি
কি করব সেদিন
এত বছর পরে তোকে
দেখব আমি যেদিন….
দুচোখ ভরা পানি নিয়ে
কি রেখে কি করব
জড়িয়ে ধরে তোর বুকেতে
মুখ লুকিয়ে রব……..
হাত বাড়িয়ে ছু্ই না তোকে
হ্ব্বদ্য় দিয়ে ছুই….
সত্যি বল্তো আমায় ছেড়ে
কোথায় যাবি তুই??