Lakemba – Little Bangladesh

Lakemba – Little Bangladesh

বাংলা ভাষাকে অস্ট্রেলিয়ার অফিসিয়াল ভাষা এবং লাকেম্বাকে লিটল বাংলাদেশ ঘোষনার দাবি।

গত ৩০ জানুয়ারী রবিবার সিডনীর লাকেম্বাস্থ প্যারী পার্ক ন্যাশনাল স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হল। বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের নব নির্বাচিত কমিটির অভিষেক এবং কুউন্সল্যান্ডের বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহের জন্য নৈশ ভোজ ও মনমাতানো সাংস্কৃতি সন্ধ্যায় বক্তারা বাংলাভাষাকে অস্ট্রেলিয়ার কমিউনিটি ভাষা হিষাবে অফিসিয়াল ভাষা এবং লাকেম্বাকে লিটল বাংলাদেশ ঘোষণার দাবী জানান।

সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলায় প্রিনিত হয় অনুষ্ঠান্টি। অনুষ্ঠানে প্রধান অটিঠি ছিলেন ক্যন্টারবারী সিটি কাউন্সিল মেয়র এবং লাকেম্বা আসনের এম. পি. রবার্ট ফ্লুরো।

সুললিত কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধার সূচনা হয় আর বাংলাদেশের মন মাতানো গানের তালে অপূর্ব নৃত্য প্রিবেশন করে প্রথমেই দর্শক ম্ন জয় করে এ সময়ের সিডনীর আলোচিত প্রতিভাময়ী তিন নৃত্য শিল্পী নওশীন, নাশিতা ও আনিকা রাব্বানি।

আনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ কমিঊনিটি কউন্সিলের প্রাক্তন সভাপতি জনাব মাসুদ চৌধুরী নির্বাচিত কিমিটিকে পরিচয় করিয়েছেন। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন: মোঃ শাহ আলম, মোঃ রাশেদ মিলন, মাসুদ চৌধুরী, জামিল হোসেন, সোহেল ইকবাল, ইলিয়াস কাঞ্চন, আশরাফুল ইসলাম রনি, ইয়াছিন আরাফাত অপু, কামরুল আলম, হারুনুর রশীদ, মোসলেউর রহমান খুশবু, নুর হোসেন ও মেহেদি হাসান এপোলো।

প্রধান অথিতির বক্তব্যে রবার্ট ফ্লুরো অস্ট্রেলিয়ার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। এবং আগামীতে বাংলাদেশীদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, চাকুরীর ক্ষেত্রে তিনি সব রকমের সহ যোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ কমিউনিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক জনাব রাশেদ মিলন কুইন্সল্যান্ডে বন্যা দুর্গতদের জন্য প্রবাশি বাংলাদেশীদের সহযোগিতার আহবান জানান উপস্থিত অতিথীরা তাতে সাড়া দিয়ে ৫০০ ডলার দান করে। তিনি তার ভাষণে বলেন বাংলাদেশীরা বিশ্বের সেই অনন্য জাতি যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। তাদের উৎসর্গকৃত জীবনের প্রতিদান স্বরূপ জাতিসংগ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ ঘোষণা করেছে। তাই তিনি প্রধান অথিতীর নিকট আবেদন জানান যেন বাংলাভাষাকে অন্যতম কমিউনিটি ভাষা হিসাবে অস্ট্রেলিয়ার অন্যতম সরকারী ভাষা হিসাবে ব্যবহার এবং একই সাথে তিনি লাকেম্বাকে লিটল বাংলাদেশ ঘোষনার দাবী জানান।

অনুষ্ঠানে উপস্থিত শতশত বাংলাদেশীরা তীব্র ক্র তালির মাধ্যমে তারা দাবীর প্রতি সমর্থন ব্যক্ত ক্রেন। তিনি আগামীতে বাংলাদেশীদের মধ্য থেকে একজন কাঊন্সিলর নির্বাচিত করা যায় কিনা সে বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সিঃ সহ সভাপতি জামিল হোসাইন, সহ সভাপতি প্রকৌশ্লী সোহেল ইকবাল। সভাপতির বক্তৃতায় জনাব শাহ আলম মতভেদ ভুলে সবাই মিলে মিশে কাজ করার জন্য আহবান জানান। অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমন্ত্রিত অথিতি এবং দর্শকদের নৈশ্যভোজে আপ্যায়িত করা হয়।

এরপর শুরু হয় মনমাতানো সঙ্গীত সন্ধ্যা। বাংলাদেশের জনপ্রিয় দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক ও ব্যান্ড সঙ্গীতের মনমাতানো সুরে মেতেছিল প্রবাসের বেশ কেয়কশত মানুষ। প্রথমেই মঞ্চে আসেন চেনেল আইয়ের নিয়মিত সুমিতা বড়ুয়া। তিনি একে একে গেয়ে শোনান রবীন্দ্রনাথের বখ্যাত দেশ প্রেমের কান গুলো। এরপর মঞ্চে আসেন আমিয়া মতিন। তিনি গেয়ে শোনান আশার শ্রাবন মানেনা তো মন, না যেয়োনা রজনি এখনো বাকি প্রভিতি গান গুলো। এরপর লক সঙ্গীত এবং আধুনিক ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে মিঠু এবং সুজন। গভীর রাত পর্যন্ত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রাখে বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের মনমাতানো সাংস্কৃতিক সন্ধ্যা।

– মেহেদি হাসান এপোলো

2011/pdf/press_release_310111_479635707.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment