কৃত্রিমভাবে বাচিয়ে রাখা হয়েছে সেলিম আল দীনকে

কৃত্রিমভাবে বাচিয়ে রাখা হয়েছে সেলিম আল দীনকে

মিলটন আনোয়ার: খ্যাতিমান নাট্যকার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যলয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক সেলিম আল দীন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত কারণে তাকে বারডেমে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তার শ্বাস কষ্টের সমস্যটিকে হার্ট এ্যাটাক পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে সনাক্ত করার পর রাতে তাকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি দীর্ঘদিন ধরেই ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন।

ল্যাব এইড হাসপাতালে তিনি ডা. এপিএম সোহরাবুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যেই তার সার্বিক অবস্থা পর্যালোচনা করার জন্য ৭ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা গেছে, সেলিম আল দীনের হার্ট যাতে ঠিকমতো কাজ করে সেজন্য তার বুকে একটি পেস মেকার লাগানো হয়েছে।

সেলিম আল দীনের ভাই বোরহান উদ্দিন একুশে পদকপ্রাপ্ত এই নাট্যকারকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন।

সম্পাদনায়: দুলাল আহমদ চৌধুরী | original source Amadershomoy


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment