পরিবর্তন
যুগ যুগ ধরে পৃথিবীতে চলে আসছে পরিবর্তনের ধারা। আমাদের চিন্তাধারা, জীবন যাপন, সামাজিকতা সবকিছুই সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে আর এটাইতো স্বাভাবিক, পরিবর্তনশীল মানব জাতীর চিরচারিত স্বভাব এটা। তবে সব কিছু বদলে গেলেও কিছু কিছু জিনিষ কখনো বদলাবার না এবং বদলানো উচিতও না। আর সেসব হচ্ছে আমাদের সংস্কৃতি, ধর্ম, মুরুব্বিদের কাছ থেকে পাওয়া শিক্খা,তাদের প্রতি শ্রদ্ধা, তাদের কথা মান্য করা। দেশ-বিদেশ যেখানেই আমরা থাকিনা কেন, এই সকল কিছু…আমাদের স্বকিয়তা, ছোটকাল থেকে মুরুব্বিদের কাছ থেকে জানা প্রয়োজনীয় বিধি-নিষেধ এইসব যদি বদলে যায় সেটা কিছুতেই মেনে নেয়া যায়না, মন মানেনা।
ছোটবেলা থেকেই যারা দেশের বাইরে থাকে তাদের প্রতি বাবা মায়ের কর্তব্য বিশেষ ভাবে সচেতন থেকে নিজ দেশীয় আচার আচরন, সংস্কৃতি,ধর্ম এসব শেখানো আর খুব ভাল লাগে যখন দেখি আমাদের চারপার্শ্বে, আমরা সবাই আমাদের ছেলেমেয়েদেরকে সেসব শেখাতে সক্খম হচ্ছি। আসলে দেশ- বিদেশ কোন ব্যাপার না, শেখাতে চাইলে সব যায়গাতেই শেখানো যায়। এর পরও দেখা যায়, অনেক ছেলে মেয়ে নিজের দেশের সংস্কৃতি, ধর্ম, নিয়ম কানুন এসব ঠিকভাবে শিখতে পারছেনা আর এ না পারাটাও খুব স্বাভাবিক, কারন, সম্পূর্ণ ভিন্ন পরিবেশের মাঝে থেকে মাঝে মাঝে এই সব কিছু যথাযথ ভাবে গ্রহন করা, শেখা অনেকের জন্য অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মা- বাবা, হিসাবে আমাদের দায়িত্ব ক্রমাগত চেষ্টা করে যাওয়া। তবে এই সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা না আমাদের প্রতি তাদের বিশ্বাস, শ্রদ্ধা, ভালবাসা ঠিকভাবে অর্জন করাতে পারি। আর এটাই হচ্ছে সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ, যেটা সম্ভব না হওয়াটা ভীষন কষ্টের আর একেবারেই গ্রহনযোগ্য না।
আমরা এ বয়সেও যে কোন বিষয়ে প্রয়োজনে মুরুব্বিদের মতামত নেই, তাদের মতামতের প্রাধান্য দেই। ছোটকালের স্মৃতি গুলি মনে পড়ে, কানে ভাসে মা-বাবা, অন্যান্য গুরুজনদের শেখানো অনেক কিছুই যেসব কিছু জীবনকে সঠিক ভাবে চালাতে সাহায্য করেছে, আজ আরো বেশী করে সেসব কথার গুরুত্ব উপলব্ধি করতে পারি। তখন অতটা না বুঝলেও আজ বুঝি সেসব নিয়ম কানুন, তাদের উপদেশ কতটা অর্থবহুল ও গুরুত্বপূর্ন! আজ আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি আমাদের ভবিষ্যত প্রজন্মকে সেই আদর্শ গত শিখ্খা দিতে কিন্তু কেও পারছি আবার কেও পারছিনা, তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে মা- বাবা যদি হাল্ ছেড়ে দেন তাহলে ছেলে মেয়েকে দেখার, তাদের সংশোধন করার আর কেও থাকেনা।
Dr Naila Aziz Meeta
Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.
Related Articles
Capital Punishment: Arguments For Against
There has been on-going debate on whether death penalty or capital punishment should be retained or abolished. Both sides advance
শুভমিতার অপার্থিব কণ্ঠে আমার সুরের মূর্ছনা
(প্রায় মাস ছয়েক আগে লিখা এই নিবন্ধটি শেষ পর্যন্ত পোস্ট করা হল। এর কিছু কিছু অংশ ইতিপূর্বে প্রকাশিত আমার একটি
কোথাও থামতে হবে – ফরিদ আহমেদ
কোথাও থামতে হবে। এই থামার জায়গাটি অনেকেই খুঁজে পাননি। আর তাই জীবন ও সংসারের উপর বিপত্তি নেমে এসেছে। বেগম জিয়া