শুধিতে হইবে ঋণ’-এই দায়বদ্ধতায় সিডনীতে বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

শুধিতে হইবে ঋণ’-এই দায়বদ্ধতায় সিডনীতে বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

কাজী সুলতানা শিমিঃ সিডনী থেকে প্রকাশিত বাংলা ওয়েব পোর্টাল বাংলা-সিডনি ডটকমের সার্বিক উদ্যোগ ও বাংলাদেশ ডিজেস্টার রিলিফ কমিটি অস্ট্রেলিয়া এর সহযোগিতায় প্রিয় জনপদ প্রিয় জন্মভূমি বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য তহবিল সংগ্রহে এগিয়ে এসেছে অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি কয়েকটি সংগঠন। গত ২৭ আগস্ট রোববার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাবার্বের গ্লেনউড পার্কে সিডনিবাসী বাঙালিদের আমন্ত্রণ জানিয়েছিলো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, প্রতীতি ও বাংলা-সিডনি ডটকম।

বাংলাদেশের পানি-বন্দী মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে তহবিল সংগ্রহের জন্য এই আয়োজন করা হয়।আয়োজনে দুপুরের খাবার খিচুড়ি-মাংসের বিনিময়ে সাধ্য অনুযায়ী অনুদান গ্রহণ করার আহবান জানানো হয়।

তবে এই সাহায্যকে দান নয় বরং ঋণ শোধ বলে মনে করেছেন সিডনি থেকে প্রকাশিত অনলাইন ওয়েব পোর্টালের সম্পাদক আনিসুর রহমান। তিনি বলেন, যে দেশে শৈশব-কৈশোর পার করেছি, যে দেশ আমাদের পরিচয় ও শিক্ষা দিয়েছে, সে দেশের মানুষের এই দুর্দশার দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দ্বায়িত্ব। তাই দান নয় বরং ঋণ শোধ করতে আজ বন্যার্তদের পাশে দাঁড়ানো দরকার। সংগৃহীত তহবিল বাংলাদেশের সমাজসেবামূলক সংগঠন ‘পরিবর্তন চাই’-এর কর্মীদের মাধ্যমে ত্রাণ সামগ্রী ক্রয় করে বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা তহবিল সংগ্রহের আয়োজনে উপস্থিত থাকতে পারবেন না তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তহবিল পৌঁছে দিতে পারবেন বলে বিকল্প ব্যবস্থা রাখা হয়। এই আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত মোট ৯০৭৩.৩০ ডলার সংগ্রহ করা হয়েছে।

উলেখ্য, পরিবর্তন চাই”-বাংলাদেশের একটি সমাজ সেবামূলক সংগঠন। এর পক্ষ থেকে গত ২২ আগষ্ট, ২০১৭ খ্রিষ্টাব্দ তারিখ লালমনিরহাট জেলার বন্যা দূর্গত কালীগঞ্জ উপজেলার শৈলমারী ইউনিয়নের ১,৪,৫,৬,৯ নং ওয়ার্ডের ১৬৫ জনকে ১,৬৫,০০০ টাকা- হাড়িসর ইউনিয়নের ৫.৬.৭ নং ওয়ার্ডের ১১৯ জনকে ১,১৯,০০০ টাকা এবং হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের ৬.৭.৮.৯ নং ওয়ার্ডের ২০৯ জনকে ২,৭০,০০০ টাকা প্রদান করা হয়েছে। ‘পরিবর্তন চাই’ এর কর্মীরা এলাকাগুলোতে ঘুরে ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করেছিল এবং সংগঠনের চেয়ারম্যান ফিদা হকের উপস্থিতিতে এই কার্যক্রম সুসম্পন্ন হয়। এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে, কোথাও কোথাও নেমেও গেছে। বিভিন্ন পরিবারের প্রয়োজন বিভিন্ন। কারো প্রয়োজন খাদ্য, কারো ঔষধ, কারো শস্য বীজ, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রভৃতি। সার্বিক বিবেচনায় নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়। ঈদের পরপরই রাজশাহী জেলার বাগমারা উপজেলায় ও নওগাঁ জেলার মান্দা উপজেলায় ত্রাণ সহায়তা প্রদান করা হবে। সেই আয়োজনে সিভিল সার্জন রাজশাহী এর মেডিকেল টিম ‘পরিবর্তন চাই’ এর সাথে কাজ করবে।সংগৃহীত অর্থ ইতিমধ্যে পরিবর্তন চাই”-সংগঠনকে পাঠিয়ে দেয়া হয়েছে।

Kazi Sultana Seeme

Kazi Sultana Seeme

কলামিস্ট, প্রাবন্ধিক ও সাংবাদিক। বর্তমানে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিকে নিয়মিত লিখছেন। সাথে সাথে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবেও নিয়মিত লেখালেখি, নিউজ ও রিপোর্ট করছেন। নিয়মিত সিডনীর বাংলাদেশী কমিউনিটি’র রিপোর্ট, গল্প ও কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করছেন। তিনি বর্তমানে বেশ কয়েকটি স্থানীয় ও অন-লাইন পত্রিকা গুলোতে নিয়মিত কলাম, গল্প ও কবিতা লিখছেন। যেহেতু তার মূল একাডেমীক পড়াশোনা দর্শন ও নীতিবিদ্যা তাই তার লেখার মূল বিষয় বস্তু মানবতা ও নৈতিকতা। শুধুমাত্র রাজনীতি ছাড়া অন্যান্য সব সামাজিক বিষয় ও সমস্যা নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি।


Place your ads here!

Related Articles

স্মরণে, শ্রদ্ধায় , কর্মে আমাদের বঙ্গবন্ধু

পনেরই আগস্ট প্রতিবারই আসে আমাদের সামনে দুঃখ, বেদনা,ক্ষোভে,যন্ত্রণা নিয়ে। এইদিনই বাংলাদেশের সামগ্রিক দৃশ্যপটের পরিবর্তন হয়েছিল বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে।

ক্রিকেট, বল টেম্পারিং এবং ইত্যাদি

এক ‘৭০ দশক পর্যন্ত ক্রিকেট ছিল তথাকথিত অভিজাত পরিবার এবং সামান্য সংখ্যক মানুষের খেলা। কেউ ক্রিকেটের অতো খোঁজ খবরও রাখতো

40th Anniversary of Bangladesh membership to the UN

Bangladesh celebrated the 40th anniversary of its formal entry to the United Nations this year as its 136th member. And

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment