ভিভিড সিডনি

ভিভিড সিডনি

প্রতি বছরের মত এবারও মে-জুন মাসে সিডনির বিখ্যাত স্থাপনাগুলো সেজে ওঠে রং-বেরঙের আলোকসজ্জায়। সন্ধ্যা নামতেই ব্যস্ত শহর হয়ে ওঠে উৎসবের নগরী। হিমশীতল রাতের মনমুগ্ধকর শিল্প, সুর আর আলোক ঝলকানি সম্মোহিত করে তোলে দেশ-বিদেশ থেকে আসা পর্যটক দের। প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই উৎসব “ভিভিড সিডনি” নামে পরিচিত।

ছয় বছর আগে শুরু হওয়া এই আলোক- উৎসব যেমন হাজারো দর্শকের মন মাতিয়ে তোলে, তেমনি অস্ট্রেলিয়ার বাণিজ্যে আনে বিপুল উন্নয়ন। পঞ্চাশ এরও বেশী শিল্প প্রদর্শনী নানা রঙে আর সুরে বিমোহিত করে রাখে সিডনির আকাশ, পানি আর রাস্তাঘাট। নামকরা অপেরা হাউজ, হারবার ব্রীজ, ডারলিং হারবার, রয়্যাল বোটানিক গার্ডেন, হাইড পার্ক, মারটিন প্লেস সহ শহরের বিভিন্ন জায়গা সেজে ওঠে থ্রিডিসহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত অপরূপ সৌন্দর্যে ।

এসব আলোক-সজ্জিত অবকাঠামোর পাশ দিয়ে হাঁটার সময় চোখে পড়বে বর্ণিল এনিমেশন খেলা করছে অপেরা হাউজ আর নামকরা সব বিল্ডিং এ। আবার হয়তো চলার পথেই দেখা মিলবে আলোর জঙ্গল, জীবজন্তু ও হরেক রকম ফুল। আছে আলো আর সুরের ভয়ংকর ঝড়, ঝলমলে আলোর টানেল আর হাজারো আলোর ডেকোরেশন।

অধিকাংশ প্রদর্শনী বিনামূল্যেই দেখানো হয় দর্শকদের। এছাড়া এই অসাধারন শিল্পকর্ম উপভোগ করার জন্য রয়েছে স্পেশাল ক্রজ এবং ওয়াটার ট্যাক্সি তে ভ্রমনসুবিধা। অতিরিক্ত দর্শকের উপস্থিতি থাকলেও যেকোন ধরনের আপত্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থতি এড়ানোর জন্য রয়েছে সর্বাধুনিক সিকিউরিটি ব্যবস্থা। হাড়কাপানো শীতের শুরুতে এমন অনন্য আয়োজন সত্যিই উপভোগ্য এবং প্রশংসনীয়।

লেখিকাঃ নাজমা আক্তার তিথি, রিসার্চ স্টুডেন্ট, ম্যাকরী ইউনিভার্সিটি, সিডনি, অস্ট্রেলিয়া।

 


Tags assigned to this article:
Sydneyসিডনি

Place your ads here!

Related Articles

রবীন্দ্রনাথ সিলওট আইলা
মনিফুরী নাচ আর মোজতবা আলীরে ফাইলা

দিলরুবা শাহানা রবীন্দ্রনাথ সিলওট আইলামনিফুরী নাচ আর মোজতবা আলীরে ফাইলা* এখবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলওট আইসলা। হি সময় সিলওট বেঙ্গলে

হারমোনি ডে

গেল সপ্তাহে আমার পুত্র কন্যার স্কুলে ব্যাপক আগ্রহ আর উদ্দীপনা নিয়ে পালিত হল হারমোনি ডে। এই বিশেষ দিনটিতে বিভিন্ন জাতী

Padma Bridge Saga

On September 21 the World Bank (WB) at a press release revived the $1.2 billion loan on the Padma Bridge

1 comment

Write a comment
  1. সৌগত বোস
    সৌগত বোস 19 June, 2017, 12:16

    অসাধারণ সিডনি অভিজ্ঞতা। ছবি আর লেখায় আলোয় হারিয়ে যাওয়া।

    Reply this comment

Write a Comment