বৃষ্টি হচ্ছে। নীতু দাঁড়িয়ে আছে নীল ছাতার নিচে। ছোট ছাতা। এই ছাতায় দু’জন একসাথে ধরে না। শুভ তাই নীতুর মাথায় ছাতা ধরে বৃষ্টিতে ভিজছে। – তোমার কি ধারণা? মাথার ওপর ছাতা ধরে বৃষ্টিতে ভিজলেই আমার রাগ গলে পানি হয়ে যাব?