সেকাল, একাল, হে জননীআবেদ চৌধুরী ধানের কালে জন্ম আমার তোমার কোলে সুপারির বনে;হরিত বিকেলে তখনো নদীতে মাছেদের খেলা হত ।উজান ভাটিতে পালের নৌকা ছিল, আহা কি সময় ছিলহরিন শাবক ব্যাঘ্রের সাথে এক ঘাটে জল খেত;ফশল বিলাসী হাওয়ার সঙ্গে চান্দ তারা