by Priyo Australia | June 13, 2017 4:24 am
শতাব্দী অসম্ভব ভালো কবিতা লেখেন। বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী। বয়স মাত্র ২৫ বছর। ২০১৬ সালের বই মেলায় তাঁর বই ‘বিপরীত দূরবীনে’ প্রকাশিত হয়ে ২০১৭ সালে ‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ২০১৭’ পেয়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সাথে অপর্যাপ্ত চিকিৎসার জন্য বহু জটিলতায় আক্রান্ত। তিনি এখন প্রায় হাঁটতে পারছেন না। যকৃত মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায়। তাঁর সমস্ত অসুস্থতার বিবরণ পাওয়া যাবে বোন মন্দিরা এষ’র আবেদনপত্রে। আমি সেই আবেদনপত্রটি এখানে তুলে দিচ্ছি। ভেলোরে নিয়ে চিকিৎসা করতে ৩০ লক্ষ টাকার তহবিল জোগাড়ের এক কঠিন লড়াইয়ে বড়বোন নেমেছেন ছোটবোনকে বাঁচানোর চেষ্টায়।
সাহায্য পাঠানোর ঠিকানা- শতাব্দী এষ, হিসাব নম্বর- ৩৪১২৬৬৩৬, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কর্পোরেট শাখা, জনতা ব্যাঙ্ক লিমিটেড। বিকাশ নম্বর- ০১৯১৪-৮৬৭৬৮৭ (শতাব্দীর ব্যক্তিগত নাম্বার)। ওর জন্য একটা ফেসবুক পাতা খোলা হয়েছে। https://www.facebook.com/standbyshw…[1]
বিস্তারিত: https://womenchapter.com/views/20824[2]
Source URL: https://priyoaustralia.com.au/save-life/2017/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.