by Priyo Australia | September 3, 2013 8:00 am
বাংলাদেশি মিনিয়েচার শিল্পী মিন্টু দে। গত ১৫ বছর ধরে মিনিয়েচার শিল্প নিয়ে কাজ করছেন তিনি। তাঁর আশা, তাঁর শিল্পকর্মগুলি গিনেজ বুকের বিশ্ব রেকর্ডে অন্তর্ভূক্ত হবে। চীনা সংবাদ সংস্থা জিংহুয়া ও গ্লোবাল টাইমসসহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশি এই শিল্পীর ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশ পেয়েছে।
মেধাবি এই শিল্পী এরই মধ্যে সরিষা দানায় ১৬টি কাজ করেছেন। এ ছাড়া দুইটি চুলে ও তিনটি মিনিয়েচার গ্রন্থ শিল্প সৃষ্টি করেছেন তিনি। এর একটিতে রয়েছে মাও সেতুং, মার্টিন লুথার কিং ও নেলসন মেন্ডেলার মতো ৪৮ বিশ্বখ্যাত ব্যক্তিদের স্কেচ।
মিন্টুদে বলেন, “আমার সমস্ত কাজের মধ্যে ৭/৮টি কাজই গিনেজ বুকে নাম লেখানোর জন্য যথেষ্ট।”
কাগজের ০.৭ মিমি. বাই ০.৫ মিমি. অংশে রয়েছে তার শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ‘মোনালিসা’ শিল্পকর্মটি। তিনি বলেন, “২০০৭ সালে ‘মোনালিসা’ ছবিটি মিনিয়েচার ফর্মে আঁকি। আমি গর্ববোধ করি কারণ, এরকম একটি বিশ্ববিখ্যাত শিল্পকর্ম আমি ক্ষুদ্র ক্যানভাসে তুলে আনতে পেরেছি।”
মিন্টু দে দাবি করেন, “ব্রিটিশ শিল্পী এ্যান্ড্রু নিকোলাস যেখানে ছবিটি তুলেছেন ১১মিমি. আকারের ক্যানভাসে, সেখানে আমি নিয়েছি মাত্র ৭ মিমি. আকারের ক্যানভাস।” তিনি বলেন, “শৈশব থেকেই আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু করার, এটি ছিলো আমার অন্যতম লক্ষ্য।”
মেধাবি এই তরুণ শিল্পী ১৯৭৮ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় শহর খুলনায় বারাকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব অলটারনেটিভ (ইউডা) থেকে ড্রয়িং এ্যান্ড পেইন্টিংয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
১৯৯৮ সালে কাগজের উপর তার বাড়ির নিকটবর্তী ভৈরব নদের একটি প্রাকৃতিক দৃশ্য সম্বলিত মিনিয়েচার শিল্পকর্ম তৈরি করেন। এটি ছিল তাঁর প্রথম মিনিয়েচার শিল্পকর্ম। মিন্টুদে বলেন, “বিশ্বের বিস্ময়কর ও ব্যতিক্রমধর্মী অর্জনগুলি গিনেজ বুকের বিশ্ব রেকর্ডে স্থান পায়। আমি আশা করি, এই বিবেচনায় আমার শিল্পকর্মগুলি গিনেজ বুকের বিশ্বরেকর্ডে স্থান করে নেবে।”
Source: http://www.kalerkantho.com/national/2013/08/28/3797
Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2013/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.