by Priyo Australia | December 25, 2010 12:47 am
কৃত্রিম কিডনি তৈরি করেছেন বাংলাদেশি বিজ্ঞানী
কিছুদিন আগে বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরি করে ব্যাপক হইচই ফেলে দেন বাংলাদেশি বিজ্ঞানী শুভ রায়। কফির কাপের আকারের এই কৃত্রিম কিডনি আসল অঙ্গের মতোই কাজ করতে সক্ষম৷ অর্থাৎ রক্তের বিষাক্ত পদার্থ ছাঁকা থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ ও ভিটামিন ডি তৈরি, সব কাজই করতে পারবে এই কৃত্রিম কিডনি।
ইতিমধ্যে ছোট ছোট প্রাণীর ওপর এই কিডনির কার্যকারিতা পরীক্ষা করেছেন শুভ রায়৷ তিনি আশা করছেন, কয়েক বছরের মধ্যে এই কিডনি মানবদেহে প্রতিস্থাপন করা সম্ভব হবে। তবে এ জন্য প্রয়োজনীয় পরীক্ষার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি দরকার। আপাতত সেই অনুমতির অপেক্ষায় আছে শুভ রায়ের দল।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে শুভ জানান, ১০ বছর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সহকর্মীকে নিয়ে কৃত্রিম কিডনি তৈরির কাজ শুরু করেন তাঁরা৷ এই প্রকল্প সফল হলে মানবদেহের জন্য প্রয়োজনীয় কিডনির চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
শুভর এই সাফল্যের খবর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকাশিত পত্রিকা ‘টেকনোলজি রিভিউ’-তে ছাপা হয়েছে৷ এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে এই খবর ফলাও করে প্রচার করা হয়৷ কিন্তু কিছু গণমাধ্যমে শুভকে ‘ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক’ উল্লেখ করায় খানিকটা ‘বিব্রত’ তিনি৷
শুভ বলেন, ‘আমি বাংলাদেশের ছেলে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছি। আমাকে কেন ভারতীয় হিসেবে উল্লেখ করা হচ্ছে, এটা নিয়ে আমি বিব্রত।’
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৯৬৯ সালের ১০ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন শুভ। তাঁর বাবা অশোক নাথ রায় চট্টগ্রামের আশকারদীঘির উত্তর পাড়ের মাউন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। মা রত্না রায় গৃহিণী৷ উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন শুভ।—ডয়েচে ভেলে
Link requested by Anim Rahman | original source http://www.prothom-alo.com/detail/date/2010-12-12/news/115341[1]
Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2010/shuvo-roy-the-first-artificial-kidney-creator-of-bangladesh/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.