Lt Gen Masud made envoy to Australia

by Priyo Australia | September 3, 2008 3:51 am

Lt Gen Masududdin Chowdhury, former coordinator of the caretaker government’s anti-corruption drive, has been appointed high commissioner to Australia.

The general was assigned to the foreign ministry from the National Defence College (NDC) on June 8.

Six days earlier on June 2, he was sent to the NDC from the Armed Forces Division where he had been its principal staff officer.

Brother-in-law of BNP Chairperson Khaleda Zia’s brother, Sayeed Iskander, Gen Masud was in charge of the 9th Infantry Division in Savar when the president declared a state of emergency across the country on January 11 last year.

He was then appointed as the chief coordinator of the National Coordination Committee on serious crimes and corruption (NCC) and later promoted from major general to lieutenant general.

Born in Feni in 1954, General Masud was commissioned in the Bangladesh Army on May 1, 1975.

He is a graduate of Defence Services Command and Staff College (DSCSC), National Defence College and the Asia-Pacific Centre of Security Studies (APCSS).

original source[1] | Link posted by Kamrul Ahsan Khan

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী

কূটনৈতিক রিপোর্টার: লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এনডিসি পিএসসিকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ৮ই জুন তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তিনি এর আগে সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। সেখান থেকে তাকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে নিয়োগ দেয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর জন্ম ১৯৫৪ সালের ৩০শে জুন ফেনীতে। ১৯৭৫ সালের ১লা মে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাকর্মকর্তা হিসেবে তিনি সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দু’টি ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের কমান্ডের দায়িত্বে ছিলেন। উপসাগরীয় যুদ্ধের পর তিনি কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের আওতায় সমন্বিত ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। তিনি সেনা সদর দপ্তরে সামরিক গোয়েন্দা ও সামরিক অপারেশনস অধিদপ্তরের জেনারেল স্টাফ অফিসার (গ্রেড-৩ ও গ্রেড-২) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইনফ্যান্ট্রি ব্রিগেড হেড কোয়ার্টার্সে ব্রিগেড মেজর ছিলেন। এছাড়া ইনফ্যান্ট্রি ডিভিশন হেড কোয়ার্টার্সে জেনারেল স্টাফ অফিসার (গ্রেড-১) এবং কর্নেল স্টাফ ছিলেন। লে. জেনারেল মাসুদ আন্তঃবাহিনী গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই)-এ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ

্জিনিয়ারিং (ইসিএসএমই)-এর ইন্সট্রাক্টর ছিলেন। পরে তিনি একই প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট ছিলেন। এছাড়াও স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স (এসএমআই)-এর কমান্ড্যান্ট ছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) উভয় কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ থেকেও স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দু’টো ইনফ্যান্ট্রি ডিভিশনের দায়িত্বে ছিলেন। এছাড়াও কর্মময় জীবনে লে. জেনারেল মাসুদ চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশে ও বাইরে তিনি অসংখ্য সেমিনার, সম্মেলন ও কর্মশালায় অংশ নেন। তিনি পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, মিসর, তুরস্ক, সাইপ্রাস, গ্রিস, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি ও বৃটেন ভ্রমণ করেন। লে. জে. মাসুদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি একজন দক্ষ গলফ খেলোয়াড়। ক্রীড়া বিষয়ে তার যথেষ্ট উৎসাহ রয়েছে।

Endnotes:
  1. original source: http://www.thedailystar.net/story.php?nid=53111

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2008/lt-gen-masud-made-envoy-to-australia/