Bangladeshi Australian Prabir Maitra win the Election, 1st time in Australia in LG/FG Election history!

by Priyo Australia | September 16, 2008 3:41 am

এমন দৃষ্টান্ত এর আগে দ্বিতীয়টি ছিল না। অর্থাৎ এর আগে অস্ট্রেলিয়ার কোনো নির্বাচনে কোনো বাংলাদেশি প্রার্থী জয়ী হননি। সে দৃষ্টান্তের সৃষ্টি করলেন প্রবীর মৈত্র। শনিবার অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার স্থানীয় পরিষদ নির্বাচনে জিতেছেন পাবনার ছেলে এই প্রবাসী প্রকৌশলী। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি সিডনির প্যারামাটা কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের বিশিষ্ট বাম রাজনীতিক, কলামিস্ট রণেশ মৈত্রের ছেলে প্রবীর বুলগেরিয়ায় পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন। ১৯৯৭ সালে তিনি অস্ট্রেলিয়া যান।

Source 1[1] | Source 2[2]

Endnotes:
  1. Source 1: http://www.jaijaidin.com/details.php?nid=92180
  2. Source 2: http://vtr.elections.nsw.gov.au/result.Parramatta.aspx

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2008/bangladeshi-australian-prabir-maitra-win-the-election-1st-time-in-australia-in-lgfg-election-history/