এবার মতিঝিলে বকের ভাস্কর্যের ওপর হামলা

by Priyo Australia | November 29, 2008 4:53 pm

নিজস্ব প্রতিবেদক
কট্টরপন্থী ধর্মীয় সংগঠন ওয়ালামা আঞ্জুমান আল বাইয়্যিনাতের সমর্থকেরা গতকাল শনিবার রাতে রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশের কার্যালয়ের সামনে গড়ে তোলা বলাকার (বক) ভাস্কর্য ভেঙে ফেলার চেষ্টা করে। তাদের হামলায় বকের পায়ের নিচের অংশের আস্তর ভেঙে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার এবং আল বাইয়্যিনাতের বিলি করা বেশ কিছু লিফলেট জব্দ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দুই শতাধিক লোক লাঠিসোটা, রড ও কুড়াল নিয়ে দিলকুশা বাণিজ্যিক এলাকায় বিমান বাংলাদেশ কার্যালয়ের সামনে বক চত্বরে হামলা চালায়। তারা বকের এই ভাস্কর্যের পায়ের অংশ ভাঙতে থাকে। খবর পেয়ে মতিঝিল থানার পুুলিশ ঘটনাস্থলে গেলে বাইয়্যিনাতের সমর্থকেরা পুলিশকে ধাওয়া করে। এরপর র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইয়্যিনাতের সমর্থকদের ভাস্কর্য ভাঙচুরে বাধা দেন। বাধা পেয়ে তারা নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তাদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা শুরু করে। এরপর বাইয়্যিনাতের কর্মীরা বিভিন্ন দিক দিয়ে চলে যায়। তারা মতিঝিল পেট্রল পাম্পের সামনে একটি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তরও ভেঙে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বাইয়্যিনাতের আহত আটজন কর্মীকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শী চান মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে দুই শতাধিক লোক লাঠিসোটা ও রড হাতে মতিঝিল শাপলা চত্বরের দিক থেকে এসে “মূর্তি ভাঙ” “মুর্তি ভাঙ” বলে হামলা চালায়। দুজন বকের গলায় দড়ি লাগিয়ে টানতে শুরু করে।

মতিঝিল থানা হেফাজতে আল বাইয়্যিনাতের নেতা মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, তাঁরা রাজারবাগের খানকায়ে পীর সৈয়দ জিল্লুর রহমানের অনুসারী। তিনি কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী নন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, রাজারবাগ পুলিশ লাইনে ওয়ালামা আঞ্জুমান আল বাইয়্যিনাতের কার্যালয়। গতকাল দুপুরে বাইয়্যিনাতের কর্মীরা রাজারবাগ কার্যালয়ে মিলিত হয় এবং রাতে এই হামলা চালায়।

সাংবাদিকের ওপর হামলা: পেশাগত দায়িত্ব পালন করার সময় পুলিশের হামলায় যুগান্তর-এর সাংবাদিক সরোয়ার আলম গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্িথত সাংবাদিকেরা এর প্রতিবাদ জানান। এরপর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মতিঝিল থানার সামনে অবস্থান নেন। ওসি ফজলুর রহমান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

original source[1]

Endnotes:
  1. original source: http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MjAzNzE=

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2008/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0/