উদীচীর অবিরাম পথচলা – কামরুল আহসান খান

by Priyo Australia | November 4, 2007 3:45 pm

উদীচী তার কার্যত্রক্রম বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর নানা দেশে স¤à¦•à§à¦¸à§à¦°à¦¸à¦¾à¦°à¦£ করেছে, একথা ভাবতেই খুব আনন্দিত হই। অনেক আগে প্রিয় সত্যেনদা আমাদের কয়েকজনকে নিয়ে উদীচী প্রতিষ্ঠা করেছিলেন (২৮ অক্টোবর)। সে সময় আমাদের বাড়িতে পারিবারিক নানা অনুষ্ঠানে দেশাত্ববোধক গানের বেশ প্রচলন ছিল। এসব অনুষ্ঠানে আমরা সবাই মিলে সমবেত কণ্ঠে কোরাস গাইতাম। আমাদের বাসা ছিল চামেলীবাগে। সেখানে প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। গানের জলসা হতো। বাবা, মা, মুরব্বিরাও সহযোগিতা করতেন। এসব অনুষ্ঠানের মহৃল সংগঠক ছিলেন আমার বড় ভাই মনজুরুল আহসান খান। তিনি সে সময় গোপন কমিউনি¯à¦¦à§à¦¬ পার্টি এবং ট্রেড ইউনিয়নের সত্রিক্রয় কর্মী ছিলেন। সত্যেনদাও আমাদের বাসায় গানের আসরে যোগ দিতেন, গান গাইতেন।

News Link here[1]

Endnotes:
  1. here: http://www.shamokal.com/archive.details.php?nd=2007-10-30&nid=78066pry

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2007/a%c2%a6%e2%80%b0a%c2%a6%c2%a6a%c2%a7ea%c2%a6sa%c2%a7ea%c2%a6-a%c2%a6a%c2%a6%c2%aca%c2%a6a%c2%a6a%c2%a6%c2%bea%c2%a6-a%c2%a6%c2%aaa%c2%a6%c2%a5a%c2%a6sa%c2%a6%c2%b2a/