বাংলাদেশে ২১ ডিসেম্বর ঈদুল আজহা

by Priyo Australia | December 10, 2007 11:00 am

পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ ডিসেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) ডাঃ এএসএম মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে আজ বুধবার থেকে পবিত্র জিলহজ্ব মাস গণনা শুরু হবে।

সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক দুই সদস্য মাওলানা উবায়দুল হক এবং মাওলানা আমিনুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উপস্থিত ছিলেন ধর্মসচিব মুহম্মদ আতাউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ ফজলুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, স্পারসোর চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা খান প্রমুখ।

news source[1]

Endnotes:
  1. news source: http://www.ittefaq.com/content/2007/12/12/news0483.htm

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2007/a%c2%a6%c2%aca%c2%a6%c2%bea%c2%a6a%c2%a6%c2%b2a%c2%a6%c2%bea%c2%a6%c2%a6a%c2%a7%e2%80%a1a%c2%a6%c2%b6a%c2%a7%e2%80%a1-a%c2%a7%c2%a8a%c2%a7%c2%a7-a%c2%a6a%c2%a6a%c2%a6%c2%b8a%c2%a7/