নোবেল শান্তি পুরস্কার আরেকবার বাংলাদেশে!

by Priyo Australia | November 7, 2007 6:09 pm

এ বছর আরেকটি নোবেল শান্তি পুরস্কারের অংশিদার হল বাংলাদেশ। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে মূল্যায়ন রিপোর্ট করে যৌথভাবে শান্তি পুরস্কার জিতেছে জাতিসংঘের অঙ্গসংগঠন আইপিসিসি। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে তৈরি করা সেই রিপোর্ট প্রণেতাদের অন্যতম একজন বাংলাদেশের অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান। এই স্বীকৃতি বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির সুযোগ বাড়িয়েছে বলে মনে করছেন ড. কাজী খলীকুজ্জামান। খবর: এনটিভি
পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির স্বীকৃতিস্বরূপ এবার যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এবং জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক কারণ ও প্রভাব সম্পর্কে মূল্যায়ন রিপোর্ট প্রণয়নকারী সবাইকেই শান্তি পুরস্কারের অংশিদার বলে মনে করে আইপিসিসি। এ প্রসঙ্গে ড. কাজী খলীকুজ্জামান বলেন, এই অংশিদারিত্ব আমাদের দেশের পক্ষে ভালো। কারণ বাংলাদেশ জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আইপিসিসিকে নোবেল দেয়ায় বাংলাদেশে জলবায়ু নিয়ে সচেতনতা বাড়বে।

Source Amader Shomoy[1] | nobelprize.org[2]

Endnotes:
  1. Source Amader Shomoy: http://www.amadershomoy.com/news.php?id=211026&sys=1
  2. nobelprize.org: http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/2007/

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2007/a%c2%a6%c2%a8a%c2%a7a%c2%a6%c2%aca%c2%a7%e2%80%a1a%c2%a6%c2%b2-a%c2%a6%c2%b6a%c2%a6%c2%bea%c2%a6%c2%a8a%c2%a7%c2%8da%c2%a6%c2%a4a%c2%a6-a%c2%a6%c2%aaa%c2%a7%c2%81a%c2%a6a%c2%a6/