শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)

by Priyo Australia | November 8, 2007 1:12 pm

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস।
১৯৮৭ সালের এই দিনে সৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলন চলাকালে বুকে-পিঠে ‘গণতএ মুক্তি পাক/সৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় (বর্তমানে শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগের এই নেতা। এরপর থেকে এ দিনটি ‘গণতএ মুক্তি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে যুবলীগ নেতা নুরুল হুদা বাবুলও শহীদ হন।

মূল লেখা[1]

Endnotes:
  1. মূল লেখা: http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MTE3Nzc=

Source URL: https://priyoaustralia.com.au/readers-link/2007/a%c2%a6%c2%b6a%c2%a6%c2%b9a%c2%a7ea%c2%a6%c2%a6-a%c2%a6%c2%a8a%c2%a7a%c2%a6-a%c2%a6%c2%b9a%c2%a7a%c2%a6%c2%b8a%c2%a7%e2%80%a1a%c2%a6%c2%a8-a%c2%a6%c2%a6a%c2%a6a%c2%a6/