by Priyo Australia | April 30, 2013 6:13 pm
সংগীত শিল্পী অমিয়া মতিনের নতুন একক অডিও অ্যালবাম বাজারে পাওয়া যাচ্চে এক্ন। ‘স্বরলিপি’ নামের এই অ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন। দশটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাসুদেব ঘোষ।
এটি শিল্পীর নবম অ্যালবাম। ২০ডিসেম্বর ২০১২ সন্ধ্যায় বেইলি রোডের ক্যাফে থার্টি-থ্রি তে অ্যালবাটির মোড়ক উন্মোচন ও শিল্পীর কন্ঠে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
শিল্পীর আরো একটি একক ও একটি যৌথ অ্যালবাম বাজারে আসবে বলে জানান তিনি।
Source URL: https://priyoaustralia.com.au/priyo/music/2013/%e0%a6%85%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.