by Priyo Australia | June 17, 2012 6:10 pm
উইন্ডস্ ব্যান্ডের জন্ম হয়েছিল বাংলাদেশে ১৯৮৪ সালে। এর পর বাংলাদেশের বিভিন ড়ব স্থানে কনসাটর্ এবং টিভি শো এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। ১৯৮৪ থেকে ১৯৯০ পর্যন্ত তাদের নিজস্ব গানের ৪টি এ্যালবাম প্রকাশ করে, যা তাদেরকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। সম্প্রতি ২৪ বছর পর ১৮ই মে ২০১২ উইন্ডস্ এর সকল সদস্য একত্রিত হয়ে তাদের একটি পুনর্মিলনী লাইভ শো করে বাংলাভিশন বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেলের ‘বাংলা লায়ন মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে আড়াই ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে উইন্ডস্ তাদের ২৪ বছর আগের জনপ্রিয় গানগুলো দর্শক শ্রোতাদের গেয়ে শোনান।
এছাড়াও উইন্ডস্ বাংলাদেশের আরটিভি চ্যানেলে আরো একটি শো করে যা সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। উইন্ডস্ এর ব্যান্ড লাইন হলো-আতিক হেলাল (ভোকালিষ্ট), আলী আকবর রিপু (কী বোডর্) , রিচাড কিশোর (বেস গীটার), মাকসুমুল হুদা বাড্ডু (গীটার), ফারুক ইকবাল নীরো (ড্রাম)। উইন্ডস্ এর বাংলাভিশনের অনুষ্ঠানটির কিছু অংশের লিংক নিচে দেয়া হলো।
http://www.youtube.com/user/windstheband[1]
Source URL: https://priyoaustralia.com.au/priyo/music/2012/atiq-helal-winds-banglalion-music-club-banglavision/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.