by Priyo Australia | June 10, 2011 6:58 am
শামিম হোসেন রনি’র তুমি যদি পূর্ণিমা
সম্প্রতি অস্ট্রেলিয়াতে বসবাসরত তরুণ মেধাবী নির্মাতা শামিম হোসেন রনি নির্মিত তুমি যদি পূর্ণিমা’র মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ রক্ষাকারী সাইট ফেসবুকএ। মুক্তি এবং গোল্ডেন ফেইরী প্রোডাক্টসন্স এর যৌথ প্রযোজনায় এবারই প্রথম টিনেজ প্রেমের গল্প নিভর সম্পূর্ণ ভিন্ন রকম একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওটির পরিচালক শামিম হোসেন রনি জানিয়েছেন, “গোল্ডেন ফেইরী প্রোডাক্টসন্স নির্মিত সর্ট ফিল্ম “Facebook Traitor” এর ব্যাপক সাফল্যের পর যৌথ প্রযোজনায় নির্মিত মিউজিক ভিডিওটি নির্মাণের ব্যাপারে তিনি গতানুগতিক ধারাকে ভেঙ্গে ভিন্ন মাত্রা যোগ করেছেন। অসাধারণ গল্পের পাশাপাশি রয়েছে দুটি টিনেজ তারকার সাবলীল অভিনয়।”
মিউজিক ভিডিওর মডেল হিসেবে নেয়া হয়েছ আকাশ এবং রুপন্তিকে। মডেল আকাশ ভারতীয় বংশদ্ভুত হলেও, অস্ট্রেলিয়ার মিডিয়াতে একজন র্যাম্প মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ভিজ্যুয়াল মিডিয়াতে এটাই তার প্রথম কাজ। অপরদিকে বাংলাদেশি বংশদ্ভুত মডেল রুপন্তিও সিডনিতে একজন সুপরিচিত র্যাম্প মডেল। মিউজিক ভিডিও সম্পকে জানতে চাইলে রুপন্তি বললেন, “সিডনিতে নির্মিত অন্যান্য মিউজিক ভিডিও থেকে এটি সম্পূর্ণ ভিন্নধমি। আমি সচরাচর এখানে নির্মিত মিউজিক ভিডিও গুলতে দেখেছি যে, একটি ছেলে এবং একটি মেয়ে হারবোর ব্রিজএর সামনে হাঁটাহাঁটি করছে অথবা অপেরা হউসের সামনে বসে আছে। কিন্তু এই মিউজিক ভিডিওতে একটি ভালবাসাপূর্ণ গল্প আছে, আছে প্রেম-বিরহ এবং তরুণী হৃদয়ের ভালবাসাকে খুঁজে পাবার ব্যাকুলতা।”
এই মিউজিক ভিডিওটি অস্ট্রেলিয়ার জাতীয় চ্যানেল TVS এ প্রচারের লক্ষে প্রযোজনা সংস্থার সাথে TVS চ্যানেলএর পক্ষে জনাব রহমতউল্লার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পর্যায়ক্রমে মিউজিক ভিডিওটি বাংলাদেশএও রিলিজ দেয়া হবে। মিউজিক ভিডিও রিলেটেড প্রোডাকশন এর তথ্য নিম্নরূপ –
ডিরেক্টর এবং স্টোরি – শামিম হোসেন রনি
সিনেমেটোগ্রাফ্যার – শিমুল বিশ্বাস
গানের কথা – আকিদুল ইসলাম।
কণ্ঠ – আতিক হেলাল এবং আরফিনা মিতা
সঙ্গীত পরিচালনা – আতিক হেলাল
মডেল – আকাশ, রুপন্তি
প্রডাকশন্স হউস – মুক্তি এবং গোল্ডেন ফেইরী প্রোডাক্টসন্স
মিউজিক ভিডিওটি দেখতে চাইলে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন –
Source URL: https://priyoaustralia.com.au/priyo/music/2011/music-video-tumi-jodi-purnima-from-sydney/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.