Palongko Charia Nilam

by Ahmed Saber | September 24, 2010 5:29 pm

পালঙ্ক ছাড়িয়া নিলাম – আহমেদ সাবের

পালঙ্ক ছাড়িয়া নিলাম, মাটিতে আসর।
প্রভু আমায় বানাই দিছে, নাই-দুয়ারী ঘর ।
চাইর দেয়ালের অন্ধকারে,
পরান পাখী ধুইকা মরে।
আসবে কখন হাওয়াই গাড়ী, না জানি প্রহর।

ভবের রঙ্গ হইলো সাঙ্গ, সঙ্গে কেহ নাই।
প্রিয় জন আর বন্ধু জনে, ছাড়িল সবাই।
চার বেহারা সওয়ার ধইরা,
আনলো তারা কাঁধে কইরা,
মাটিতে শোয়াইয়া দিল, করিয়া গো পর।

এই দুনিয়ার রঙ্গ রসে, জীবন মায়াময়।
জানিনা গো কোন প্রহরে আসিল সময়।
চইলা গেল পরাণ পাখী, পইড়া রইলো কায়া,
ছাড়িল সকল মোহ, এই দুনিয়ার মায়া।

সময় থাকতে হইলনা জ্ঞান, জমাইলাম নাকো কড়ি।
এখন আমি কাইন্দা মরি, আসল ফান্দে পড়ি।
ডাইকা বলি দিন প্রভুরে,
দয়া তুমি করো মোরে
কেয়ামতের দিনে যখন বসিবে হাশর।

আহমেদ সাবের

Source URL: https://priyoaustralia.com.au/priyo/music/2010/palongko-charia-nilam/