প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হলো ‘বিজয়ের মহানায়ক’

by Priyo Australia | October 4, 2015 10:44 am

ব্রিটিশ মূলধারায় যাচ্ছে বঙ্গবন্ধু’র প্রামান্যচিত্র
প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হলো ‘বিজয়ের মহানায়ক’

লন্ডন: জাতীর জনক বঙ্গবন্ধুকে নিয়ে তৈরী প্রামান্যচিত্র ‘বিজয়ের মহানায়ক’ ইংরেজী সাব টাইটেল হয়ে যাচ্ছে ব্রিটিশ মূলধারায়। সব বর্ণের তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌছে দিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে লন্ডনের মরযাদাপূর্ণ ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা একটি শিক্ষার্থি গ্রুপ।
‘বিজয়ের মহানায়ক’র পরিচালক মঈনুল হোসেন মুকুল, স্ক্রীপ্ট রাইটার ও গবেষক সৈয়দ আনাস পাশা, ও এই টিমের অন্যতম সদস্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত একটি সমাবেশে প্রামান্যচিত্রটির একটি ডিভিডি কপি আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানান। এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ। দর্শকসারীতে উপস্থিত ছিলেন স্পীকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, মিনিষ্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান ও ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি প্রমুখ।
PM with Bijoyer Mohanayok.jpg-2[1]
প্রধানমন্ত্রীকে ‘বিজয়ের মহানায়ক’ সম্পর্কে বলছেন স্ক্রিপ্ট রাইটার সৈয়দ আনাস পাশা। পাশে পরিচালক মঈনুল হোসেন মুকুল ও আনোয়ারুজ্জামান চৌধুরী।

প্রধানমন্ত্রীর হাতে প্রামান্যচিত্রটির ডিভিডি কপি তুলে দিতে গিয়ে সৈয়দ আনাস পাশা তাঁকে জানান লন্ডনের মরযাদাপূর্ণ ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা একটি স্টুডেন্ট গ্রুপ ‘বিজয়ের মহানায়ক’র ইংরেজী ট্রেন্সলেশনের কাজ ইতোমধ্যে শেষ করে এনেছে। সাবটাইটেল শেষ হলেই নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পৌছে দিতে শুরু হবে এর প্রদর্শণী। এক্ষেত্রে ব্রিটেনের বিভিন্ন শহরে এদেশে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশী বংশোদ্ভুতদের একটি তরুণ গ্রুপের উদ্যোগে সব বর্ণের তরুণ/তরুণীদের জন্যে প্রদর্শণী আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, ব্রিটিশ লাইব্রেরীসহ মূলধারার বিভিন্ন প্রতিষ্ঠানেও ‘বিজয়ের মহানায়ক’র কপি সরবরাহের পরিকল্পনার কথাও জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী এসময় অত্যন্ত আগ্রহ নিয়ে ‘বিজয়ের মহানায়ক’ তৈরীর সংক্ষিপ্ত গল্প শুনেন ও ডিভিডি কপিটি হাতে নিয়ে উচু করে ধরে সমাবেশে উপস্থিত সবাইকে দেখান।
PM with Bijoyer Mohanayok[2]
‘বিজয়ের মহানায়ক’র কপি অর্ডিয়েন্সেকে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত মাসে জাতীয় শোক দিবসকে সামনে রেখে তৈরী হয় বঙ্গবন্ধুকে নিয়ে প্রামান্যচিত্র বিজয়ের মহানায়ক। বঙ্গবন্ধুকে দেখা বা তাঁর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য যাদের হয়েছে তাদের চোখে কেমন ছিলেন বঙ্গবন্ধু? এমন পরিকল্পনা থেকেই প্রামান্যচিত্রটি নির্মান করা হয়। এতে বঙ্গবন্ধুর সাহস, ব্যক্তিত্ব, কঠিন কোমলে মিশ্রিত হৃদয়, মানুষের জন্য অপার ভালোবাসা ও দুরদর্শী নেতৃত্বসহ বিভিন্ন দিক উঠে এসেছে তাঁর স্নেহধন্য সৌভাগ্যবানদের স্মৃতিচারণে। ‘জয় বাংলা’ টিভি প্রযোজিত ও ‘ইনার আই’ নির্মিত নতুন এই প্রামান্যচিত্রে স্মৃতিচারণ ছাড়াও রয়েছে বাঙালীর হাজার বছরের কাঙ্খিত এই পুরুষের দীর্ঘ সংগ্রামী জীবনের দুর্লভ ছবি, দুনিয়া কাপাঁনো ভাষন ও বিশ্বের খ্যতিমান সাংবাদিকদের সাথে তাঁর সাহসী সাক্ষাতকারগুলোর কিছু দৃশ্য। বিশিষ্ট চিত্র নির্মাতা মঈনুল হোসেন মুকুলের পরিচালনায় নির্মিত ৫৩ মিনিটের এই প্রামান্যচিত্র গবেষণা, স্ক্রিপ্ট ও সমন্বয়ে ছিলেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট সৈয়দ আনাস পাশা। জয়বাংলা টিভি’র কর্ণধার সালিমা শারমিন হোসেনের প্রযোজনায় নির্মিত ডকুমেন্টারীটির ক্রেডিট লাইনে সহযোগিতায় বাংলানিউজ২৪.কম এবং প্রিয়অষ্ট্রেলিয়া.কম এর নাম রয়েছে। ব্রিটেনে একাধিক প্রদর্শণীসহ অষ্ট্রেলিয়া ও স্পেনের মাদ্রিদে ইতোমধ্যে ডকুমেন্টারীটির আটটি প্রদর্শণী অনুষ্ঠিত হয়। পতিটি প্রদর্শণীতেই ব্যাপক প্রশংসা কুড়ায় ‘বিজয়ের মহানায়ক’।

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2015/10/PM-with-Bijoyer-Mohanayok.jpg-2.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2015/10/PM-with-Bijoyer-Mohanayok.jpg

Source URL: https://priyoaustralia.com.au/priyo/bangali-around-the-world/2015/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87/