by Dr Naila Aziz Meeta | March 21, 2024 1:27 am
মা:
চলতে পথে হঠাৎ করেই
থমকে গেল পা
মনে হোল পেছনে আমার
দাঁড়িয়ে আছেন মা।
জলদি ঘুরে দৌড়ে গেলাম
শত স্বপ্ন মনে আঁকা
চমকে গিয়ে দেখতে পেলাম
চারিদিক যে ফাঁকা।
মা তুমি কোথায় গেলে
বাবাকেও যে পাইনা
হঠাৎ যদি এসে না পাও
তাইতো কোথাও যাই না।
আসতে যদি না পারো তোমরা
আমিই আসছি তবে
অপেক্ষাতেই বসে আছি
দেখা হবে মোদের কবে !!
Meeta
Meeta Aziz
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2024/ma/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.