দৈব ক্রমে

by Najmin Mortuza | August 19, 2019 1:48 pm

ভাবি একদিন মন ভরে
আদর নেবো
বেশী বেশী বাড়াবাড়ি রকমের,
তুলতুলে বালিশে হেলান দিয়ে
তোমার দুদ্দার প্রেমের গল্প শুনবো।

ডাগর চোখে তোমার দিকে
তাকিয়ে থাকবো
বুঝতে চেষ্টা করবো তোমার
আবেগের পরত কতটা পুরু।

তাকিয়ে থাকতে থাকতে তোমার উপরে
কাম জাগবে ঝড়ের বেগে
তারপর আলিঙ্গন চাইব
শীতের রাত টেনে এনে লুটিয়ে
দেবো তরঙ্গ, শীতল পাটিতে ।

তুমি চাইবে মিশ্র ধাতু ঠোঁটের
বোতলে
ঢেলে দেবো অম্লজান, উদজান,
ছলাকলার রঙ তামাশা।

তুমি আরও চাইবে
উমরাহ জান হয়ে ঢেলে দেবো সুরা
দেবো নাচের মুদ্রা,
হারমোনিয়ামের বাক্স থেকে
বের করে দেবো সহস্র সুর ।

ফেলে যাওয়া প্রেমের ঘ্রাণ উথলে
উঠলে প্রাণে
অশত্থের উঁচু ডালে
চোখের তারা কাঁপবে,
দরজা খুলে আনতে ছুটবে ঝুড়ি ঝুড়ি
বেলিফুল, সুগন্ধি মোম, আর রাত্রি
কালের গান ।

ছাদের ঘরে বৃষ্টির ঘুম পাড়ানি শুনাবো
ঘুলঘুলি খুলে ,
তুমি যতই কবি গানের টালবাহানায়
কাটাবে সময়
আমার শালগাছ ততক্ষণে সাবালক সবুজ
পাতা ছড়াবে ।

দেখা থেমে যাবে, খেলা থেমে যাবে
বরেন্দ্র অঞ্চলের গম্ভীরায়
যোগিনীর দেহে খিস্তি খেঁউড়ের
অঙ্গ বস্ত্রে জড়াবে ,
ভোরের দোয়েল পাখি বাক্যবন্ধ
পাঠ করবে।

প্রকৃতি জানে দেহের সাথে মনের
এই যে নভোযান
ঘটা করে মেলেনি,
মিলেছে দৈবক্রমে!

প্রতীকী ছবি

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2019/%e0%a6%a6%e0%a7%88%e0%a6%ac-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87/