দীঘি

by Suvra Ghosh | November 4, 2019 2:52 pm

আজকাল মন আমার বড্ড কথা বলে,
পা’দুটোও কেমন যেন নিজের মনেই চলে।
ভাবনা গুলো এলোমেলো, ইচ্ছেমতো উড়ে
সবসময়ই জানিস তোরা! তোদের মনে পড়ে।
জানি আমি, এখন সেই আগের সময় নেই,
মনের কাছে আমার আমি, আগের আমি সেই।

নতুন মানুষ, নতুন স্বপ্ন, নতুন কত মুখ!
তবুও মন খুঁজেই ফেরে পুরোনো সব সুখ।
বাঁধন ছেঁড়া অনেকদিনের, এখনও রক্তক্ষরণ,
মন বেহায়া খুঁজেই মরে পিছু ফেরার কারণ।
রক্তগুলো ফোঁটায় ফোঁটায় দীঘি হতে থাকে,
বন্ধুগুলো দীঘির বুকে পদ্ম হয়ে ভাসে…………।।

প্রতীকী ছবি

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2019/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%98%e0%a6%bf/