by পূরবী পারমিতা বোস | November 28, 2018 7:39 am
ক্রমশই বিষাক্ত হয়ে আসছে চারিপাশ।
নি:শ্বাসে বিষের গন্ধ,
মুখ ভর্তি তেতো স্বাদ।
বিষমাখা ছুরি হাতে ঘুরছে আদম হাওয়ারা,
ছোটখাটো ত্রুটিতেই করে দেবে এঁফোড় ওঁফোড়।
বসন্ত বৈরী এখন মানবের মনে।
তবুও ফুল ফুটে ,রং ছড়ায়
দমকা হাওয়ায় সুবাস ভাসে,
দমবন্ধ জীবনে ওইটুকুই বেঁচে থাকার আশ্বাস।
[1]
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.