by Priyo Australia | November 19, 2018 7:37 pm
পদচিহ্ন খুঁজে খুঁজে ফিরছো কি তুমি ?
একটা তেপান্তরের মাঠ ,
বয়ে যাওয়া ছোট্ট নদী
সাদা কাশবন ধার
ধুলো জমা পুরোনো বইয়ের সারি
শীতল সন্ধ্যার সেই নিজস্ব আলোয়
সামনের অন্ধকার গলি !
খোঁজো।
একদিন ঠিক পেয়ে যাবে
পাতার ফাঁকে ফাঁকে
কিচিমিচি অতিথী পাখি
রঙীন বাগান বিলাস
আর তার ঝোপে
বহুকাল আগে লেখা
একটা ছোট্ট চিঠি !!
ওয়াহিদা নীরা
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.