by Shahnaz Perveen | April 23, 2018 9:26 am
আত্মার আত্মীয়
–শাহনাজ পারভীন
মনে হলো তোমাকে একটা সুন্দর
কবিতা উপহার দিই আমি
ঠিক তোমার মনের উপযুক্ত হওয়া চাই।
তা যদি না হয়, আবার চেষ্টা করবো আমি
তোমার গুণাবলীর কথা বলব?
তুমি কেমন মা, স্ত্রী, মেয়ে বা বন্ধু?
নাকি মানুষ হিসেবে তুমি কেমন!
কিছুই বলার প্রয়োজন নেই আমার!
তুমি শুধু তোমার মতই থাকো।
তোমার মতই প্রাণখুলে হাসো আর
শুধুই অনর্গল কথা বলে যাও
সকলের প্রশংসা করো, কারণে বা অকারণে!
এভাবেই দ্যুতি ছড়িয়ে দাও সবার মাঝে।
তুমি তা বুঝতে পারোনা মোটেই!
আমি তোমার মনের খোঁজ পেয়েছি
ভালবেসেছি, বানিয়েছি আত্মার আত্মীয়
থাকবে সেখানে তুমি সারাজীবন
আমার মনের কাছাকাছি!
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a7%9f/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.