নিন্দিত কন্টকে নন্দিত কুসুম

by Mahmuda Runu | November 15, 2018 11:09 am

নিন্দিত কন্টকে নন্দিত কুসুম
আহা সুন্দর! হেরি সানন্দ পুলকে
সৃজিত অম্বরে নির্জন নিঝুম
আবির্ভাব অন্ধকার নিরালোকে।
ভাবনার জোনাকি আলো 
পথ খোঁজে রাতের আলয়ে
কোন নিশ্চিন্তপুর যাবো বলো ?
অন্তরে নিরন্তর আশার বলয়ে।
যে ফুল কন্টকে ফোটে
তারে বলি বলিহারী
কোথা হতে শক্তি জোটে?
অটুট বিনীত তোমারি
আত্মপ্রত্যয়
অলয়।
প্রস্ফুটিত সুন্দর ভারি
প্রনয়ী তোমারি
অপলকে হেরি।

[1]

কন্টকিত কুসুমের শোভা

 

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/11/46176179_10215863654935648_8215463716380999680_n.jpg

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%81/