একাকী আমি

by Shahnaz Perveen | July 4, 2018 4:31 pm

ভারচুয়াল আর রিয়েলিটি
মিলে মিশে সব একাকার
কোনটা আসল কোনটা নকল
তাই বোঝা হয়েছে বড়ই ভার!

ভাব প্রকাশে অক্ষম আমি
ইমোজি আর স্টিকার দিয়ে
মনে তাই সংশয়, যুগের কাছে
হেরে যাচছি -পড়্ছি বড্ড পিছিয়ে!

ভালবাসার জন্যে নাকি আজকাল
ভাষার কোন প্রয়োজন নাই
ইন লাভ স্টিকার তৈরী আছে
মেসেনজারে পাঠালেই হয়ে যায়!

প্রেয়সীর যদি হাজারের মধ্যে
তোমার টা মনে ধরে বা খুঁজে পায়
চিন্তা কোরোনা লিখবে না ধন্যবাদ
থ্যাংকু স্টিকার সে পাঠিয়ে দেয়!

রিয়েলিটি টিভি দেখে সারাক্ষন
ওরকমই আনরিয়েল হয়ে যাই
বুঝি এখন পৃথিবীতে কোনই
জেনুইন লোকের প্রয়োজন নাই!

কল্পনায় আমার বাস মাটির খুব কাছাকাছি
পা ডুবিয়ে দীঘির জলে, আকাশপানে দৃষ্টি
ভাবনায় নিমগ্ন, অন্য জগতের কেউ আমি?
বেমানান আমি একেবারেই, আমি বড় একাকী!

[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/07/36549028_2306703076009905_4179545113686441984_n.jpg

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/