by Najmin Mortuza | July 25, 2018 3:50 pm
অপেক্ষা আর অন্ধপ্রেম
হাঁটি হাত ধরে
তোমার একটামাত্র শব্দ “ভালো লেগেছে “
অনেক গুলো শব্দের দিকে ঠেলে দিলো
ভাঙ্গলো ইনবক্সের নিরবতা!
বার বার দেখছি পরের লাইনের ফাঁক টুকু
অনেক শব্দে লিখে দিতে পারতে
নিরুদ্বেগ মেঘের গায়ে একটা কবিতা নয়ত একটি গান
কেন লিখলে না
ইনবক্সে ঝুলে পড়া ঠোঁটে উচ্চারণের শব্দ কতক
তবুও দিয়েছি ফিরতি ভালোলাগা
লাইকের আঙ্গুলে বকুলের গন্ধ মিশিয়ে
জানি বয়ে গেছে অনুভবের নদী তোমার
তারপর তুমি ও আমি
তাকিয়ে থেকেছি কিছুক্ষণ জনা দুই নি:সঙ্গ
ইনবক্সের এপারে – ওপারে।
[1]
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2018/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.