মন্দ হবে না

by Shahadat Manik | September 28, 2017 12:01 am

ভোরের আলোয়, আলতো রোদে
মাঝখানে রং চা
তুমি আমি, মুখুমুখী
খুব মন্দ হবে না!

হাতটি ধরা, তুমি আমি
চোখে, নরম আলো ভাসে
হেঁটেই চলি, খালি পায়ে
ভোরের শিশির ধোয়া ঘাসে

হেটে হেঁটেই, নদীর কূলে
ওপাড় বাঁধা নাহ (নৌকা)
তুমি আমি , জিরিয়ে নিবো
খুব মন্দ হবে না!

অচিন গাঁয়ের, অচিন মানুষ
খুব চেনা চলার ধরণ
অবাক চোখে, তাকিয়ে থাকে
লাজুক লাজুক মন।

আমি হাসি, তুমিও হাসো
মেলে সব হাসিদের ডানা
পথের ফুলের, তাকিয়ে থাকা
খুব মন্দ হবে না!

খুঁজবো দুজন, জোনাক আলো
সেই মনের প্রজাপতি
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
হারিয়ে যাওয়া নদী

তুমি আমি, পেয়েই যাবো
পথিক পথের ঠিকানা
তোমার আমার স্বপ্নে বাধা
খুব মন্দ হবে না!

ক্যানবেরা
২৬/০৯/২০১৭

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2017/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/