ফুল ফোটে বনে বনে

by KobiOkobita.com | June 27, 2016 9:46 am

2010-04-05-19-00-29-039800800-a--00ফুল ফোটে বনে বনে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) ফোটে ফুলকলি বহিছে সমীর প্রভাত সময় কালে, করিছে কূজন প্রভাত পাখিরা বসিয়া গাছের ডালে। দিঘিতে ফোটে কুমুদ কমল মরাল জলে ভাসে, বাগানে ফোটে টগর বকুল গগনে অরুণ হাসে। গাঁয়ের রাখাল নিয়ে গরুর পাল তরুছায়ে করে খেলা, গাঁয়ের চাষীরা লাঙল চালায় আসে ফিরে সন্ধ্যাবেলা। পান্থ পথিক আদুল গায়ে […]
Continue reading…

Source link [1]

Endnotes:
  1. Source link : http://www.kobiokobita.com/2016/06/27/5213

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2016/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/