আবর্তিত জীবন

by Sharmin Zohra Shimi | June 15, 2016 7:30 pm

তোমার জন্য কবিতাখানি
তুমি – তনয়া, রমণী, নারী।
তোমারই শরীরখানি
কত উপাদেয় উপকরণ
শত কবিতা, গল্প কিংবা চিত্রাঙ্কন
অথবা কোনো উপন্যাসের নিপুণ বর্ণন!

থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স
মেপে দেয়া ছকে কী অপরূপ!
সে মতে তোমারও নিজেকে গড়া
প্রিয় পুরুষ চক্ষুর প্রিয় হওয়া!

হাজার তৃষিত দৃষ্টির
উন্মাদনায় ছোঁড়া কলুষিত পঙ্কিলতা
সে কালি লাক্স সাবানে ওঠে না।

sketch_by_the_art_geek[1]

অথবা কোনো রনাঙ্গনে
লালসার আহ্বানে – তোমাকেই কাম্য।

তুমি নারী তনু সৌন্দর্যে বিকশিত
পূজিত, ধন্য।

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/06/sketch_by_the_art_geek.png

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2016/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/