যে পথ হইনি চলা

by Priyo Australia | July 3, 2014 6:39 am

পথটা হয়েছে বিভক্ত হরিদ্রা বনে,

দুঃখিত পারিনি আমি দু’পথে চলতে

হয়ে পথিক একা, থামিয়া বহুক্ষণ

দেখিনু একটিকে সম্ভব যতক্ষণ

তদ্দুর পথ যেথা বেঁকেছে নিন্মবনে;

পরে নিলাম অন্যটি, যা ন্যায্য নির্দোষ,

হয়তো মেনে এর দাবী অধিকতর,

ঘাসেরা ছিল যে ভুখা পদচারনার;

যদিও চলাচল যা হয়েছে সম্প্রতি

দু’পথের ঘাসের হয়েছে সম ক্ষতি,

পথ দু’টো পাতা ছিল সমভাবে ভোরে

পদক্ষেপ করেনি ম্লান পাতাগুলোকে।

(আহা) প্রথমাকে রাখিনু অন্যদিনের তরে!

জেনেও পথ কিভাবে টানে রাস্তান্তরে,

সন্দিহান আমি ফেরা কি আদৌ সম্ভবে।

তাই কোনখানে যুগ যুগান্তর ধরে

বলিয়াই যাব আমি শুধু পরিতাপে;

পথ বিভক্ত দু’দিকে বনে, সেথা আমি-

আমি ধরেছি সেটি যা পারিয়েছে কম

এবং তাই এনেছে সর্ব ব্যতিক্রম।

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2014/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%b9%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/